স্বস্তির বৃষ্টি রাজধানীতে, তাপপ্রবাহ জারি পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে
তীব্র তাপপ্রবাহ পর বৃহস্পতিবার ভিজল রাজধানী। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। গতকাল সকাল পর্যন্ত গরমে নাজেহাল অবস্থা হয় দিল্লি সহ উত্তর ভারতের বাসিন্দাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪ দিন তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দিল্লিবাসী।
মৌসম ভবন আগেই জানিয়েছিল শুক্রবার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে দিল্লিতে। যদিও এখনও স্বস্তি মেলেনি পঞ্জাব, হরিয়ানার বাসিন্দাদের। দুই রাজ্যের একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল গুরুগ্রামে তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। অম্বলা, হিসারে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪০.৮ ডিগ্রি, ৪২.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। রোহতকে তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।
অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, তাপমাত্রা ছিল যথাক্রমে ৪০, ৩৯.৩, ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি।
পঞ্জাবের পাশাপাশি তাপ প্রবাহ জারি রাজস্থানেও। রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টি হয়নি বলে হাওয়া অফিস সূত্রে খবর। শ্রী গঙ্গানগরে তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি। পিলানিতে তাপমাত্রা ছিল ৪৩.২ ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -