Daily Horoscope: অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না ধনু রাশির জাতকরা, কেমন কাটবে আপনার দিন ?
মেষ : কোনও সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যোগদান আপনার মনে আধ্যাত্মিক শান্তি আনবে। বাড়ির বড়দের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। তা আপনাকে নতুন দিকে নিয়ে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : ব্যাবসার ক্ষেত্র পাল্টাতে চাইলে স্থাপত্যগত নকশার দিকে নজর দিন। আয়ের উৎস বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মজীবীদের পক্ষে সময়টা অনুকূল।
মিথুন : আত্মবিশ্বাসী থাকবেন। অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তির সংস্পর্শে এসে নতুন সুযোগ পাবেন। ভাল সময়টা ব্যবহারের চেষ্টা করুন। পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য বজায় থাকলে চিন্তামুক্ত থাকবেন।
কর্কট : বেশি কাজের চাপ নেবেন না। তাতে সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে বেশি জড়িয়ে পড়বেন না। তার থেকে নিজের ব্যক্তিগত কাজে মনোযোগ দিন। মনে রাখবেন, নিজের দিক থেকে আবহেলা সমস্যা ডেকে আনতে পারে।
সিংহ : স্ত্রী ও পরিবারকে প্রত্যেক কাজে জড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। চারপাশের মানুষের থেকে উপযুক্ত পরামর্শ পাবেন। প্রেমিক-প্রেমিকারা একে-অপরের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
কন্যা : ভারসাম্যহীন রুটিন ও খারাপ খাবার গ্রহণ আপনার স্বাস্থ্যে সমস্যা ডেকে আনতে পারে। এই সময়ে যত্নশীল না হলে ক্ষতি হতে পারে। কাজের জায়গায় সহজেই নিজের লক্ষ্য পৌঁছতে পারবেন।
তুলা : ব্যবসায়িক কাজকর্ম স্বাভাবিক থাকবে। এখনই আরও লাভের আশা না করাই ভাল। ব্যবাসয়িক রুটিন বোঝার জন্য সময়টা ব্যবহার করুন। রাজনৈতিক যোগাযোগ মজবুত করার চেষ্টা করুন। তাতে ভবিষ্যতে লাভবান হবেন।
বৃশ্চিক : আজ যে কোনও কাজ আপনার অনুকূলে যাবে। কিন্তু, অন্য কারও মধ্যস্থতা কর্মক্ষেত্রে আপনার সমস্যা ডেকে আনতে পারে। কারও সঙ্গে নিজের কাজের পদ্ধতি শেয়ার করবেন না। অফিসিয়ার কারণে পরিদর্শনে যেতে হতে পারে।
ধনু : অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। ভাইদের সঙ্গে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করুন।
মকর : ব্যাবসার ক্ষেত্রে অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন পড়তে পারে। আজ হয়ত প্রত্যাশিত ফল পাবেন না। কিন্তু, ভবিষ্যতের পরিকল্পনা আপনার অনুকূলে যাবে। মার্কেট-সম্পর্কিত কার্জকলাপে নজর দিন।
কুম্ভ : আজ যে কোনও বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। কিন্তু, বাড়ির পরিবেশ মনোরম থাকবে। ভালবাসার সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে।
মীন : বস্তুগত বিষয়ে আজ আরও আকর্ষিত হবেন। আধ্যাত্মিক দিকে আপনার নজর থাকবে। কিন্তু, বস্তুগত উন্নতি আপনার কাছে প্রধান চাহিদা হবে। তাই এবিষয়ে অতিরিক্ত উদ্যোগ নিন। লোভের কারণে নিজের অভ্যাস বদলাবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -