Mother Teresa Birthday: আর্তের জননী, শরণার্থীদের মা- কলকাতার বস্তিতে সেবাযজ্ঞে প্রথম আহুতি মাদারের
ভারতের আর্ত মানুষের সেবা করা, ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে ঘর ছেড়েছিলেন অষ্টাদশী তরুণী। আপন জীবনদর্শন দিয়ে বোঝালেন স্বামীজির সেই বিখ্যাত উক্তি- 'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজেকে সমর্পণ করলেন আর্তের সেবায়। সেবাধর্ম দিয়ে আজন্ম উচ্চ-নীচ সকলকে আপন করে নিয়েছিলেন মাদার টেরেসা।
১৯২৯ সালে ভারতের মাটিতে পা রাখেন। কলকাতার এন্টালিতে লরেটো কনভেন্ট স্কুলে পড়ানো শুরু করেন। পড়ানোর ফাঁকেই আর্তদের সেবা চালিয়ে যেতে থাকেন সিস্টার অ্যাগনেস।
পরনে নীল পাড় সাদা সুতির শাড়ি, বাম কাঁধে পবিত্র ক্রুশ। কলকাতার বস্তিতেই তাঁর সেবাযজ্ঞে প্রথম আহুতি শুরু। তবে ১৯৫০ সালে তৈরি করেছিলেন আর্তমানুষের আপনস্থল মিশনারিজ অফ চ্যারিটি।
সমাজে তখন ছড়িয়ে কুষ্ঠ রোগ। সে রোগীর ঠাঁই হত না কোথাও। কিন্তু পরম স্নেহে তাঁদেরই কোলে তুলে নিলেন অ্যাগনেস।
কিন্তু এই 'ছোঁয়াচ' রোগীকেই আপন করে নিলেন কেন? মাদার সেই সময় জানিয়েছিলেন- 'আমি যখন কুষ্ঠ রোগীর সেবা করি তখন ভাবি আমি ভগবানের সেবা করছি'।
এরপর বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় শরণার্থীদের মা হয়ে উঠলেন তিনি। 'সিস্টার অ্যাগনেস' থেকে তিনি হয়ে উঠলেন 'মাদার টেরেসা'। দুঃখী দুঃস্থ আর্ত জর্জরিত মানুষকে তিনি একান্ত মায়ের স্নেহ – মমতায় বুকে তুলে নিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -