Zodiac Signs: নেহাত ছেলেখেলা হয়, কৈশোরের প্রেম পরিণতি পায় এঁদের জীবনে
পছন্দের মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেন প্রত্যেকেই। কেউ একেবারে কৈশোরে পছন্দের মানুষের খোঁজ পেয়ে যান, কেউ আবার একটু দেরিতে। কেউ স্কুল-কলেজে, কেউ আবার অফিসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কৈশোরে যাঁর সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়, তাঁর সঙ্গেই ঘর বাঁধার সম্ভাবনা বেশি হয় কিছু রাশির জাতকের। পরবর্তী কালে কাউকে যদি ভালও লাগে, সেই অনুভূতি কাটিয়ে উঠে, আগের জনের কাছেই ফিরে যান এঁরা।
বৃষ রাশির জাতকরা কারও বিশ্বাস ভাঙেন না। একবার কথা দিলে কাউকে, পিছু হটেন না কোনও পরিস্থিতিতেই, জীবনে স্থিতিশীলতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এঁরা।
কৈশোরে প্রেমে পড়ার প্রবণতা রয়েছে বৃষ রাশির জাতকদের। সেই প্রেমকে সারাজীবন বাঁচিয়ে রাখতে চান এঁরা। দূরত্ব, বাধা-বিঘ্ন সেভাবে টলাতে পারে না এঁদের।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ হন। প্রিয়জনের প্রতি যত্নশীল হন যেমন, তেমনই একবার কারও সঙ্গে সংযোগ তৈরি হলে, সারাজীবন তা বজায় রাখেন।
ভালবাসার মানুষের জন্য যে কোনও পরিস্থিতির মোকাবলি করতে প্রস্তুত থাকেন কর্কট রাশির জাতকরা। সময়ের সঙ্গে তাই প্রিয় মানুষের সঙ্গে এঁদের বন্ধন আরও মজবুত হয়।
কন্যা রাশির জাতকরা অত্যন্ত সহানুভূতিশীল হন। এঁদের মন অত্যন্ত নরম হয়। কৈশোরের প্রেমকে বাঁচিয়ে রাখতে চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না।
ভালবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব বলে মনে করেন কন্যা রাশির জাতকরা। বয়স বাড়ার সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়। কৈশোরের প্রেমিক বা প্রেমিকাকে ধরে রাখতে নিজের ইচ্ছের সঙ্গেও আপস করতে পিছপা হন না এঁরা।
মকর রাশির জাতকরা একদিকে যেমন উচ্চাকাঙ্খী, তেমনই মূল্যবোধ সম্পন্ন মানুষ হন। কৈশোরে যদি কারও সঙ্গে মন দেওয়া-দেওয়া নয়, সেই অনুভূতিকা বাঁচি রাখতে চান যেনতেন প্রকারে।
মকর রাশির জাতকরা অল্প বয়সের প্রেমকে ছেলেখেলা বলে মনে করেন না একেবারেই। বরং পরস্পরের ভালমন্দকে গ্রহণ করায় বিশ্বাসী এঁরা। তাই সময় পেরোলেও, এঁদর অনুভূতি ফিকে হয় না। (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -