Air Hostess Death: বিমানসেবিকার গলাকাটা দেহ ঘিরে হইচই, কে ছিলেন রূপল ওগরে?
এমন ফুটফুটে তরুণীর মর্মান্তিক পরিণতি? কেন? বিমানসেবিকা রূপল ওগরের নিথর দেহ উদ্ধারের পর এই প্রশ্নেই তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কে এই রূপল?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রাম ঘাঁটলে বোঝা যাবে, ২৫ বছরের এই তরুণী আর পাঁচ জনের মতোই জীবন উপভোগ করতে ভালোবাসতেন।
পাহাড় থেকে সমুদ্র, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, সেখানকার ছবি, সাজানো রয়েছে তাঁর ইনস্টাগ্রামে। পাশাপাশি, অনুষ্ঠানেও হাজির থাকতেন।
সব জায়গাতেই দস্তুরমতো সাজগোজ করতে ভালোবাসতেন তরুণী। এক এক জায়গায় এক রকম সাজপোশাকের ছবি এখনও জ্বলজ্বল করছে তাঁর সোশ্যাল মিডিয়ায়।
সেই রূপলের দেহই গত কাল, অর্থাৎ রবিরার আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে মুম্বই পুলিশ।
রক্তের পুকুরে গলার নলি কাটা অবস্থায় পড়েছিলেন ফুটফুটে তরুণী। তাঁর হত্যায় জড়িয় সন্দেহে বিক্রম অটওয়াল নামে ৪০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।
রূপল যে হাউজিং কমপ্লেক্সে থাকতেন, সেখানেই ঝাড়ুদার ছিলেন বিক্রম। কিন্তু অভিযুক্তের সঙ্গে তরুণীর এই পরিণতির সম্পর্ক ঠিক কী, এখনও স্পষ্ট জানায়নি পুলিশ।
রবিবার, রূপলকে ফোনে না পেয়ে খটকা লেগেছিল তাঁর পরিবারের সদস্যদের। মুম্বইয়ে তরুণীর বন্ধুদের তাই একবার মেয়ের ফ্ল্যাটে যেতে অনুরোধ করেছিলেন। তার পরই এই পরিণতি সামনে আসে। তবে অনেকেরই প্রশ্ন, রূপলের মতো এমন ফুটফুটে, প্রাণবন্ত তরুণীর এই পরিণতি কী ভাবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -