Mumbai Rains: মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির জের, মুম্বইয়ে বাড়ি ধসে মৃত্যু ১৭ জনের
গতকাল চেম্বুরের ভারত নগর এলাকায় ঝুপড়ির ওপর ভেঙে পড়ে দেওয়াল। মৃত্যু হয় ১২ জনের। এখনও কয়েকজনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা। অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানেও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রবল বৃষ্টির জেরে চেম্বুরের ভরত নগর অঞ্চলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১২ জনের। জানা গিয়েছে, দেওয়াল লাগোয়া কয়েকটি ঝুপড়ি ছিল। সেগুলির ওপরই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি।
প্রথমে খবর পেয়ে সেখানে পৌঁছয় বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা ও দমকল বাহিনী। তারাই সেখান থেকে প্রথমে দেহগুলি উদ্ধার করে। হতাহতদের পুরসভা পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেখান থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে, আরও মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
তারা জানিয়েছে, দেওয়ালের নীচে চার-পাঁচটা ঝুপড়ি ছিল। তাদের আশঙ্কা, এখনও ৬-৮ জন হয়ত আটকে রয়েছেন।
অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২ জন। সেখানেও জোরকদমে চলছে উদ্ধারকার্য।
কয়েকদিন ধরেই মুম্বইতে অতিভারী বৃষ্টি হচ্ছে। মুম্বইতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -