MV Ganga Vilas: জলে যেন পাঁচতারা, শুরু ৫১ দিনে বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রা, দেখুন গঙ্গাবিলাসের ছবি
বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রার শুরু আজ। সকাল ১০টায় ভার্চুয়ালি এম ভি গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫১ দিন ধরে ৩২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে৷
কলকাতা ছুঁয়ে দুই দেশের ২৭টি নদী দিয়ে যাবে এই প্রমোদতরী। বারাণসী থেকে যাত্রা শুরু হবে এম ভি গঙ্গা বিলাসের।
১৮টি স্যুট বিশিষ্ট এই প্রমোদতরী। এতে ৩৬ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে জিম। শরীরচর্চার ঢালাও আয়োজন।
এটি সারনাথের বৌদ্ধ ক্ষেত্র, বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করাবে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানগুলিকে দেখানোর জন্য দাঁড়াবে।
মাজুলি দ্বীপ, অসমে অবস্থিত এটি দেশের বৃহত্তম নদী দ্বীপ। ভ্রমণকারীরা বিহার স্কুল অফ যোগ এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়েও যাবেন। ক্রুজটি সুন্দরবনের পাশাপাশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশ দিয়েও যাবে।
এটি মহাবোধি মন্দির, হাজারদুয়ারি প্রাসাদ, কাটরা মসজিদ, বোধগয়া, চন্দননগর গির্জা, এবং আরও অনেক দর্শনীয় স্থান দেখাবে। সবমিলিয়ে গঙ্গা তীরের অনেকগুলি ঐতিহাসিক স্থানের দর্শন করাবে।
এই হল প্রমোদতরীর অন্দরমহলের চেহারা। এটি হল বিলাসবহুল বসার জায়গা। লম্বা নদীসফরে এই জায়গাগুলি মানসিক ক্লান্তি দূর করবে।
এটি প্রমোদতরীর বিশ্রাম কক্ষ বা স্যুইট। আরামে রাত কাটানো, সেই সঙ্গে গঙ্গাদর্শন দুই-ই হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -