MV Ganga Vilas: জলে যেন পাঁচতারা, শুরু ৫১ দিনে বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রা, দেখুন গঙ্গাবিলাসের ছবি
MV Ganga Vilas in pics : ৫১ দিন ধরে ৩২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে৷
MV Ganga Vilas: জলে যেন পাঁচতারা, শুরু ৫১ দিনে বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রা, দেখুন গঙ্গাবিলাসের ছবি
1/10
বিশ্বের দীর্ঘতম জলপথে বিলাসযাত্রার শুরু আজ। সকাল ১০টায় ভার্চুয়ালি এম ভি গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/10
৫১ দিন ধরে ৩২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে৷
3/10
কলকাতা ছুঁয়ে দুই দেশের ২৭টি নদী দিয়ে যাবে এই প্রমোদতরী। বারাণসী থেকে যাত্রা শুরু হবে এম ভি গঙ্গা বিলাসের।
4/10
১৮টি স্যুট বিশিষ্ট এই প্রমোদতরী। এতে ৩৬ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে জিম। শরীরচর্চার ঢালাও আয়োজন।
5/10
এটি সারনাথের বৌদ্ধ ক্ষেত্র, বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করাবে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানগুলিকে দেখানোর জন্য দাঁড়াবে।
6/10
মাজুলি দ্বীপ, অসমে অবস্থিত এটি দেশের বৃহত্তম নদী দ্বীপ। ভ্রমণকারীরা বিহার স্কুল অফ যোগ এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়েও যাবেন। ক্রুজটি সুন্দরবনের পাশাপাশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশ দিয়েও যাবে।
7/10
এটি মহাবোধি মন্দির, হাজারদুয়ারি প্রাসাদ, কাটরা মসজিদ, বোধগয়া, চন্দননগর গির্জা, এবং আরও অনেক দর্শনীয় স্থান দেখাবে। সবমিলিয়ে গঙ্গা তীরের অনেকগুলি ঐতিহাসিক স্থানের দর্শন করাবে।
8/10
এই হল প্রমোদতরীর অন্দরমহলের চেহারা। এটি হল বিলাসবহুল বসার জায়গা। লম্বা নদীসফরে এই জায়গাগুলি মানসিক ক্লান্তি দূর করবে।
9/10
এটি প্রমোদতরীর বিশ্রাম কক্ষ বা স্যুইট। আরামে রাত কাটানো, সেই সঙ্গে গঙ্গাদর্শন দুই-ই হবে।
10/10
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Published at : 13 Jan 2023 10:50 AM (IST)