Narendra Modi On Samosa Caucus :মার্কিন সংসদে মোদির মুখে 'সামোসা ককাস', বলতেই হাততালির ঝড়, কী এর অর্থ ?
মার্কিন সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২২ জুন) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, লক্ষ লক্ষ আমেরিকান মানুষের শিকড় রয়েছে ভারতে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোদির এই সফর ঘিরে মার্কিন মুলুক ঘিরে ছিল সাজো সাজো রব। আমেরিকাবাসী ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে তো বটেই, মোদিকে ঘিরে করতালির রোল মার্কিং সংসদেও। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার হিড়িক !
বিশেষত প্রধানমন্ত্রী মোদি যখন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সামোসা ককাসের কথা উল্লেখ করেন, তখন তো হাততালির আওয়াজে কান পাতা যাচ্ছিল না। মোদি বলেন, 'হাউসের চিত্রটা অনেকটাই সামোসা ককাসের মতো।'
কিন্তু এই সামোসা ককাস (Samosa Caucus) কী? আদতে Samosa Caucus বলতে একটি গোষ্ঠীর কথা বোঝায়। এটি সরকার বা আন্তর্জাতিক মঞ্চ স্বীকৃত গোষ্ঠী নয়। কিন্তু আমেরিকার রাজনীতিতে এর গুরুত্ব কম নয়।
সামোসা ককাস এই শব্দবন্ধটি প্রথম আলোচিত হয়েছিল ২০১৬ সালে। ৫ ভারতীয় বংশোদ্ভূত সাংসদ প্রথমবার মার্কিন পার্লামেন্টে নির্বাচিত হন। এই সদস্যরা প্রায়ই একে অপরের সঙ্গে আলাদা করে দেখা করতেন। সংসদ সদস্য রাজা কৃষ্ণমূর্তি ও তাদের মধ্যে ছিলেন। তিনিই এই গোষ্ঠীর নাম দেন সামোসা ককাস।
এই শব্দবন্ধটি এখন আমেরিকান রাজনৈতিক ক্ষেত্রে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্ব বর্ণনা করতে ব্যবহৃত হয়। এই গোষ্ঠীর মধ্যে ধরা হয় কমলা হ্যারিসকেও।
কমলা হ্যারিসের কৃতিত্বের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক লোক রয়েছে যাঁদের শিকড় রয়েছে ভারতে এবং তাঁদের মধ্যে কেউ কেউ এই চেম্বারে বসেন। কমলা হ্যারিসের দিকে ইঙ্গিত করে মোদি বলেন, তিনি প্রথম মহিলা এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
মোদি আরও বলেন, আমাকে বলা হয়েছে যে সামোসা ককাস এখন এই হাউসের স্বাদ। আমি আশা করি এটি বৃদ্ধি পাবে এবং এখানে ভারতীয় খাবারের সম্পূর্ণ বৈচিত্র্য নিয়ে আসবে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাততালির রোল ওঠে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -