Narendra Modi: মহারাষ্ট্রে বিবেকানন্দ-স্মরণ, নাসিকের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে স্বামীজিকে নিয়ে কী বললেন মোদি?
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হতে আর দিন কয়েকের অপেক্ষা। তার আগে আজ মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নাসিকে মেগা রোডশো করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাসিকের বিখ্যাত শ্রী কালারাম মন্দিরে জানান প্রার্থনা। অংশ নেন সমবেত ভক্তিগীতিতে। হাতে খঞ্জনি নিয়ে সুর মেলান ভজনে।
নাসিকে ২৭ তম জাতীয় যুব উৎসবের (Rashtriya Yuva Mahotsav ) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ভাষণও দেন। সেখান থেকে প্রায় ₹১৭,৮৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অটল বিহারী বাজপেয়ী সেউড়ি-নাভা শেভা অটল সেতুর উদ্বোধন করেন তিনি।
নাসিকে তপোবন ময়দানে Rashtriya Yuva Mahotsav এ ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ভারতের বিভিন্ন মহান ব্যক্তিত্ব মহারাষ্ট্রের ভূমির সঙ্গে যুক্ত। এই মহারাষ্ট্র ছত্রপতি শিবাজীর ভূমি। '
তিনি আরও বলেন, এই মাটি আমাদের মহারাণী অহল্যাবাঈ হোলকার, রমাবাঈ ভীমরাও আম্বেদকরের মতো তেজস্বীনি নারীর জন্ম দিয়েছে। ভগবান রাম নাসিকের পঞ্চবটিতে দীর্ঘ সময় কাটিয়েছেন...
এদিন মোদি আরও বলেন, আমি অনুরোধ করছি যে রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত মন্দিরে যেন পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আমাদের দেশের মণীষীরা সর্বদাই যুবশক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। ভারতকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তরুণদের একটি স্বাধীন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
রাম মন্দিরে রাম লালার অভিষেকের আগে নরেন্দ্র মোদি দেশের যুব সমাজকে মনে করিয়ে দেন, ভারত বিশ্বের শীর্ষ ৫ টি অর্থনীতির দেশের মধ্যে একটি। ভারতের যুবশক্তির অবদান রয়েছে এর পিছনে। ভারত বিশ্বের শীর্ষ ৩ টি স্টার্ট-আপ সিস্টেমের মধ্যে রয়েছে , ভারত নতুন নতুন উদ্ভাবন করছে, ভারত রেকর্ড পেটেন্ট দাখিল করছে... দেশের যুবকদের এই সবের পিছনে রয়েছে... অমৃত কাল দেশের যুবকদের জন্য একটি স্বর্ণযুগ...
আজ জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজিকে স্মরণ করে নরেন্দ্র দামোদরদাস মোদি বলেন, আজ ভারতের যুব শক্তির দিন। এই দিনটি সেই মহান ব্যক্তিকে উৎসর্গ করা হয়েছে যিনি দেশে দাসত্বের দিনে ভারতকে নতুন শক্তিতে উজ্জীবিত করেছিলেন। ... স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে এখানে এসে আমি আনন্দিত... রাষ্ট্রীয় যুব দিবসে আমার শুভেচ্ছা। আজ রাজমাতা জিজা বাইয়ের জন্মবার্ষিকী, যিনি ভারতে 'নারী শক্তি'-এর প্রতীক...
২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা' উপলক্ষে ১১ দিনের উপবাস শুরু করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী এ কথা জানান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -