Plastic Bottled Water: প্লাস্টিকের বোতলে জল ? বিষ পান করছেন না তো ?
Plastic Bottled Water Research: বর্তমানে প্রায় সর্বত্রই পানীয় জলের বোতল বিক্রি হয়। বাড়িতে থাকলেও অত্যাধিক পরিমাণে বোতল কিনে জল খান।ভয়াবহ দিকগুলি জানলে শিউরে উঠবেন
প্লাস্টিকের বোতলে জল ? বিষ পান করছেন না তো ?
1/10
বর্তমানে প্রায় সর্বত্রই পানীয় জলের বোতল বিক্রি হয়। আগে বাইরে বের হলে বোতলের জল কিনতেন। কিন্তু এই মুহূর্তে বাড়িতে থাকলেও অত্যাধিক পরিমাণে বোতল কিনে জল খান।
2/10
পাশাপাশি বড় কর্পোরেট অফিসগুলিতে, অধিকাংশক্ষেত্রে পানীয় জলের বোতল ব্যবহার করা হয়। কিন্তু এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর।
3/10
মূলত একটি পানীয় জলের বোতলে এত বেশি প্লাসিক কণা উপস্থিত থাকে, যা ভাবনারও বাইরে। অন্ত এমনটাই বলছেন গবেষকরা।
4/10
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত রসায়নবিদ এবং তার দল সম্প্রতি পানীয় জল ভর্তি প্লাসিক বোতল নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন।
5/10
এই গবেষণায় একটি শিউরে ওঠা তথ্য প্রকাশ্যে এসেছে। গবেষণায় দাবি করা হয়েছে, এক লিটারের পানীয় জলের বোতলে ৩৭০,০০০ মাইক্রো প্লাস্টিক কণা পাওয়া গিয়েছে।
6/10
বিশেষজ্ঞরা বলছেন যে, পানীয় জলের বোতলের ওই ন্যানোপ্লাস্টিক আমাদের কাছে চোখে এমনি অবস্থায় তা ধরা পড়ে না।
7/10
এমনকি, আমরা জানতেও পারি না জল পান করার সময় সেগুলি শরীরের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে।
8/10
তবে শুধুই পানীয় জলের বোতল নয়, পাশাপাশি সমুদ্র থেকে আসা লবণ, মাছ, প্লাস্টিকের বোতলে বিক্রি হওয়া মাদক দ্রব্য, চিনি ও মধু-সহ ন্যানোপ্লাস্টিক কণা আমাদের শরীরে প্রবেশ করছে। যা খুবই ক্ষতিকর।
9/10
গবেষণা বলছে, ন্যানোপ্লাস্টিক আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি করে। এ ছাড়া ন্যানোপ্লাস্টিকের কারণে শরীর খারাপ হতে পারে।
10/10
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পানীয় জলের জন্য কাঁচের বোতলই ব্যবহার করা উচিত। তবে গরম জল দিয়ে কাচের বোতল ধুয়ে ফেলতে ভুলবেন না যেনও। এতে ব্যাকটেরি আক্রমণ থেকে রক্ষা পাবেন।
Published at : 12 Jan 2024 11:55 AM (IST)