Plastic Bottled Water: প্লাস্টিকের বোতলে জল ? বিষ পান করছেন না তো ?
বর্তমানে প্রায় সর্বত্রই পানীয় জলের বোতল বিক্রি হয়। আগে বাইরে বের হলে বোতলের জল কিনতেন। কিন্তু এই মুহূর্তে বাড়িতে থাকলেও অত্যাধিক পরিমাণে বোতল কিনে জল খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশাপাশি বড় কর্পোরেট অফিসগুলিতে, অধিকাংশক্ষেত্রে পানীয় জলের বোতল ব্যবহার করা হয়। কিন্তু এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর।
মূলত একটি পানীয় জলের বোতলে এত বেশি প্লাসিক কণা উপস্থিত থাকে, যা ভাবনারও বাইরে। অন্ত এমনটাই বলছেন গবেষকরা।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত রসায়নবিদ এবং তার দল সম্প্রতি পানীয় জল ভর্তি প্লাসিক বোতল নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন।
এই গবেষণায় একটি শিউরে ওঠা তথ্য প্রকাশ্যে এসেছে। গবেষণায় দাবি করা হয়েছে, এক লিটারের পানীয় জলের বোতলে ৩৭০,০০০ মাইক্রো প্লাস্টিক কণা পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন যে, পানীয় জলের বোতলের ওই ন্যানোপ্লাস্টিক আমাদের কাছে চোখে এমনি অবস্থায় তা ধরা পড়ে না।
এমনকি, আমরা জানতেও পারি না জল পান করার সময় সেগুলি শরীরের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে।
তবে শুধুই পানীয় জলের বোতল নয়, পাশাপাশি সমুদ্র থেকে আসা লবণ, মাছ, প্লাস্টিকের বোতলে বিক্রি হওয়া মাদক দ্রব্য, চিনি ও মধু-সহ ন্যানোপ্লাস্টিক কণা আমাদের শরীরে প্রবেশ করছে। যা খুবই ক্ষতিকর।
গবেষণা বলছে, ন্যানোপ্লাস্টিক আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি করে। এ ছাড়া ন্যানোপ্লাস্টিকের কারণে শরীর খারাপ হতে পারে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পানীয় জলের জন্য কাঁচের বোতলই ব্যবহার করা উচিত। তবে গরম জল দিয়ে কাচের বোতল ধুয়ে ফেলতে ভুলবেন না যেনও। এতে ব্যাকটেরি আক্রমণ থেকে রক্ষা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -