Narendra Modi Swearing-in Ceremony: মোদি মন্ত্রিসভায় ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৭ মহিলা মন্ত্রী ; কারা তাঁরা ? চমক আর কী কী ?

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নবগঠিত NDA সরকারে মোদির সঙ্গেই শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও ৩৬ জন প্রতিমন্ত্রী। পরে মন্ত্রক বণ্টন করা হবে।

জহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় যিনি দেশে টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হলেন।
এবার ৭ জন মহিলাকে মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি। তাঁরা হলেন- নির্মলা সীতারমণ, অন্নপূর্ণা দেবী, অনুপ্রিয়া সিংহ পটেল, শোভা করন্দলাজে, রক্ষা খাড়সে , সাবিত্রী ঠাকুর ও নিমুবেন বামভানিয়া।
প্রথমবারের জন্য মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার।
বনগাঁ থেকে দ্বিতীয়বার সংসদে গিয়ে, ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুরও।
গতবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রক যাদের বিগ ফোর বলা হয়, সেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং বিদেশমন্ত্রক যাদের হাতে ছিল, সেই মন্ত্রিরাও এদিন শপথ নিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয়মন্ত্রী পদে তাঁরা শপথ নেন।
এঁরা হলেন- মধ্যপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার দুইবারের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এছাড়া NDA-র শরিক দলগুলির মধ্যে থেকে থাকছেন- জিতন রাম মাঝি ও এইচ ডি কুমারস্বামী। যাঁরা সাময়িক সময়ের জন্য যথাক্রমে বিহার ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী থেকেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -