মাজগাঁও ডকইয়ার্ডে উদ্বোধন হল নৌসেনার পঞ্চম স্করপিন শ্রেণীর সাবমেরিন 'বাগির'
এই প্রোজেক্টের প্রথম সাবমেরিনটি ছিল আইএনএস কলাবরী। ২০২২ সালে সবকটি সাবমেরিন নৌসেনার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রোজেক্ট-৭৫ এর অন্তর্গত ভারতীয় নৌসেনার এই সর্বশেষ সাবমেরিনটির এদিন উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন করা হয় সাবমেরিনটির।
২০০৫ সালে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল্য ছিল ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, প্রোজেক্ট-৭৫ এপর অন্তর্গত ছয়টি স্করপিন শ্রেণীর অ্যাটাক সাবমেরিন তৈরির বরাত পায় এমডিএল। এই সাবমেরিনগুলিতে প্রযুক্তি সহায়তা দিয়েছে ফ্রান্সের নেভাল গ্রুপ।
শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। বৃহস্পতিবার, মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ড লিমিটেডের (এমডিএল) কানহোজি অঙ্গরে ওয়েট বেসিনে উদ্বোধন হল কলাবরী শ্রেণীর পঞ্চম সাবমেরিন ইয়ার্ড ১১৮৭৯।
এদিনের উদ্বোধনের পর, বাগির -এ বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত করা হবে। তারপর হার্বার অ্যাকসেপ্ট্যান্স ট্রায়াল বা বেসিন ট্রায়াল শুরু হবে। তারপর সি-ট্রায়াল হবে। সব শেষে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই সাবমেরিনটিকে।
প্রোজেক্ট-৭৫ এর অন্তর্গত প্রথম দুটি সাবমেরিন ইতিমধ্যেই ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ সাবমেরিনগুলি বর্তমানে সমুদ্রে ট্রায়ালে রয়েছে।
নৌসেনার প্রথা অনুযায়ী, সাবমেরিনের নাম বাগির রাখেন মন্ত্রীর স্ত্রী বিজয়া শ্রীপদ নায়েক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক(নৌসেনা) সদর ও পশ্চিম নেভাল কমান্ডের শীর্ষস্থানীয় আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফ্রান্সের সংস্থা নেভাল গ্রুপের প্রতিনিধিরাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -