নবরূপে ফের যাত্রা শুরুর অপেক্ষায় দ্রুতগতির ডাবল ডেকার ট্রেন
সব বাধা কাটিয়ে ফের চাকা গড়াতে চলেচে ডাবল ডেকার ট্রেনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেল সূত্রে দাবি, কোচ আগের তুলনায় অনেক চওড়া। এক কামরায় ১২০ জন যাত্রী বসতে পারবেন।
কিন্তু যাত্রী সংখ্যা আশানুরূপ না হওয়ায় ফের বন্ধ হয়ে যায়।
কামরায় থাকবে এলইডি ডেস্টিনেশন বোর্ড। ফলে পরের স্টেশন সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন যাত্রীরা।
পরে ফের ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
কোচের নকশাতেও বদল আনা হয়।
হাওড়া থেকে বর্ধমান-- প্রায় সব স্টেশনের প্ল্যাটফর্মের ধার কিছুটা কেটে ফেলা হয়।
কিন্তু বেশ কিছু জায়গায় প্ল্যাটফর্মে ঘষা খায় ট্রেনের পাঁচটি কামরা৷
২০১০-এর শেষের দিকে হাওড়া থেকে ধানবাদ ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ট্রায়াল রান হয় এসি ডাবল ডেকার ট্রেনের৷
থাকবে সিসি ক্যামেরা। প্রতিটি কোচে একটি করে থাকবে মিনি প্যান্ট্রি।
স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকবে এই কোচে। ফলে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করবেন না।
রেলের দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে এই ট্রেন ছুটবে দেশের ব্যস্ততম রুটগুলিতে।
পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে এই সেমি-স্পিড ডাবল ডেকার ট্রেন তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নতুনত্বের মোড়কে।
মাঝে বছরখানেকের বিরতি! ডাবল ডেকার ট্রেন ফের ফিরছে ট্র্যাকে! নবরূপে চাকা গড়ানোর অপেক্ষায়!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -