হাথরসের নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবিতে মিছিল জেএনইউ পড়ুয়াদের, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি
উল্লেখ্য, হাথরসের ঘটনায় সারা দেশজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। গত শনিবার দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ১৯ বছরের নির্যাতিতার প্রতি ন্যায় বিচারের দাবিতে সমাবেশ হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপযুক্ত নিয়ম মেনে হাথরসের ঘটনার তদন্ত না করার অভিযোগ তুলে পড়ুয়ারা উত্তরপ্রদেশ প্রশাসন ও যোগী আদিত্যানাথের সমালোচনা করেন।
জেএনইউ-র পড়ুয়া ও অন্যান্য বিক্ষোভকারীরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। উল্লেখ্য, হাথরাসের ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় তদন্ত সংস্থা হাথরাসের দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগের তদন্ত করবে।
দেশের প্রত্যেক নির্যাতিতার জন্য সুবিচারের দাবি জানিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন পড়ুয়ারা। অভিযুক্তদের কঠোর সাজা ও হাথরাসের নির্যাতিতার বয়ানে উল্লেখ করা প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন পড়ুয়ারা।
দেশে যৌন নিগ্রহের অবসানের দাবি তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন পড়ুয়ারা। হাথরসের ঘটনায় ব্যবস্থা গ্রহণে গড়িমসির জন্য পড়ুয়ারা উত্তরপ্রদেশ প্রশাসনের তীব্র নিন্দা করেন তাঁরা। যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তাঁরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে সমবেত হন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল হাতে নিয়ে মিছিল করেন। দাবি ছিল, হাথরসের নির্যাতিতার জন্য ন্যায়বিচার। ওই নির্যাতিতার মরদেহ পুলিশ পরিবারের কারুর অনুমতি না নিয়েই পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের হাথরসের বুল গড়হি গ্রামে ১৯ বছরের তরুণীর গণধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বর। বেরোল পড়ুয়াদের বিশাল মিছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -