দিল্লির সরকারি স্কুলে হ্যাপিনেস ক্লাস দেখে উচ্ছ্বাস মেলানিয়া ট্রাম্পের, মিশে গেলেন কচিকাঁচাদের সঙ্গে
দিল্লি সরকার ২০১৮-র জুলাইতে এই পাঠক্রম শুরু করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিনের সফরে গতকালই ভারতে এসেছেন। তাঁর সঙ্গে এসেছেন মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়া পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং হ্যাপিনেস ক্লাসের বিভিন্ন দিক দেখেন।
মেলানিয়ার এই সফরের আগে স্কুল ফুল দিয়ে সাজানো হয়।
এরপর মেলানিয়া স্কুল ঘুরে দেখেন এবং শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে দেখা করেন।
মার্কিন ফার্স্ট লেডি এই উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
গোলাপি রঙের পোশাক পরা এই শিশু মেলানিয়া ট্রাম্পের হাতে তুলে দেন পুষ্পস্তবক।
স্কুলে পৌঁছেই এক খুদেকে দেখতে পেয়ে তার সঙ্গে কথাবার্তা বলেন মেলানিয়া।
স্কুলে মার্কিন ফার্স্ট লেডি পৌঁছলে তাঁকে স্বাগত জানানো হয়।
স্কুলে পৌঁছনোর সময় তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তা আধিকারিকরাও। মেলানিয়ার এই স্কুল সফরের প্রস্তুতি আগে থেকেই চলছিল।
দিল্লির একটি সরকারি স্কুলে পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দিল্লির নানকপুরার সর্বোদয় কো-এড সিনিয়র সেকেন্ডারি স্কুলে তাঁকে স্বাগত জানিয়ে বরণ করল কচিকাঁচারা। মার্কিন ফার্স্ট লেডিকে দেওয়া হল পুষ্প স্তবক। সেখানে হ্যাপিনেস ক্লাসে যোগ দেন মেলানিয়া। স্কুলের পড়ুয়াদের সঙ্গে মিশে গেলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -