Netaji Birthday: 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', নেতাজির দৃপ্তকণ্ঠের এই ভাষণই আগুন জ্বালিয়েছিল পরাধীন মননে
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কিংবা দিল্লি চলো চলো দিল্লি, সেই কতদিন আগে ইথার তরঙ্গে ভেসে আসা এক দৃপ্তকণ্ঠের এই ভাষণ পরাধীন ভারতবাসীর মনে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাধীনতার আকঙ্খাকে বাড়িয়ে দিয়েছিল। সমকালীন পারস্পরিকতা থেকে অনেকখানি এগিয়ে থাকা সেই মহান প্রাণের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ছোট ছেলে নেতাজি নামেই চেনে গোটা দেশ।
আজ তাঁর ১২৮-ম জন্ম জয়ন্তী। এই মহান প্রাণের বিনাশ নেই। এমনটাই বিশ্বাস করেন অনুরাগীরা। আজকের দিনে একবার ফিরে দেখা য়াক তাঁর সেই অমৃতবাণী সমূহের দিকে।
মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।
স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।
শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -