New Parliament Inauguration: নতুন সংসদ ভবন উদ্বোধন, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী, সংসদে স্থাপিত 'সেঙ্গল'
গণতন্ত্রের পীঠস্থান ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই মহাত্মা গাঁধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদু’ দফায় উদ্বোধনী অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার ওম বিড়লা।
এরপর সোনার রাজদণ্ড সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের পাশে এই সেঙ্গল স্থাপন করেন তিনি। এরপর নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত
শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী। হাতে তুলে দেন স্মারক।নতুন সংসদ ভবন নির্মাণে যুক্ত ছিলেন ৬০ হাজার শ্রমিক।
এদিন সর্বধর্ম প্রার্থনারও আয়োজন করা হয়। যোগ দেন প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।
পুজো, সেঙ্গল প্রতিস্থাপন ও প্রার্থনার পর দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে এই পর্বের অনুষ্ঠান। এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দুটি ফিল্ম দেখানো হবে।
অনুষ্ঠান শেষে ৭৫ টাকার কয়েন ও স্ট্যাম্প প্রকাশ করবেন এবং বক্তব্য রাখবেন মোদি। দুপুর ২টো-আড়াইটে নাগাদ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
নতুন সংসদ ভবনের উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয়, অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, বাম, আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি-সহ ২১টি বিরোধী দল।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ২৫টি বিরোধী দলের সদস্যরা। অন্যদিকে, নতুন ভবনের উদ্বোধনের দিনই সংসদের পুরনো ভবনে বীর সাভারকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাবেন বিজেপি সাংসদরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -