New Year Album: ভালবাসায়-আনন্দে নতুন বছরকে স্বাগত.. দেশ জুড়ে ধরা দিল অভিনব সব রঙিন ফ্রেম
বাকি আর মাত্র কয়েকটা মুহূর্ত.. তারপরেই নতুন বছর। অনেকটা আশা নিয়েই তো আরও একটা বছরকে আহ্বান জানান প্রত্যেকটা মানুষ। এবিপি লাইভ পাঠকদের জন্য খুঁজে আনল এমন কিছু ছবি.. যা দেখে মন ভাল হবেই। (ছবি সৌজন্য: পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন বছরকে আমন্ত্রণ জানানোর বোধহয় কোনো বয়স হয় না। দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বয়সের মানুষ জমায়েত হয়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। তাঁদের আয়োজনও নেহাৎ কম নয়। (ছবি সৌজন্য: পিটিআই)
কোথাও তৈরি করা হয়েছে ২০২৪ লেখা বিশাল কাটআউট, কোথাও আবার হাতেই রঙে রঙে ২০২৪-এর জন্য শুভেচ্ছাবার্তা আর ২০২৩-এর জন্য বিদায়ী বার্তা লিখেছে খুদেরা। (ছবি সৌজন্য: পিটিআই)
একদিকে নতুন বছরকে স্বাগত জানানো, অন্যদিকে দেশভক্তির বার্তা। পতাকার রঙে লেখা হয়েছে ২০২৪-কে স্বাগত জানানোর বার্তা। মুখে ও হাতেও পতাকার রঙ করেছেন মহিলারা। (ছবি সৌজন্য: পিটিআই)
সবুজ-হলুদে কচিকাঁচাদের হাতে লেখা ২০২৪-কে স্বাগত জানানোর বার্তা। নতুন বছর যে সবসময়েই শুরু হয় এক রাশ রঙিন আশা দিয়ে, এই ছবি যেন সেই বার্তাই দিয়েছে। (ছবি সৌজন্য: পিটিআই)
নাচের পোশাকে নতুন বছরকে স্বাগত জানানো। একদিকে যেমন আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, তেমনই নাচের সাবেকি সাজে সেজেও হাতের বেলুনে ২০২৪-এর শুভেচ্ছাবার্তা দেখাচ্ছেন মহিলারা। (ছবি সৌজন্য: পিটিআই)
নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নিয়েছেন পুরুষ ও মহিলা দুজনেই। (ছবি সৌজন্য: পিটিআই)
ঘুড়িতে করে আকাশে উড়িয়ে দেওয়া রঙিন এক শুভেচ্ছাবার্তা। শীতের আমেজ গায়ে মেখে, হলুদে সবুজে ২০২৪ কে স্বাগত জানাচ্ছেন ২জন। (ছবি সৌজন্য: পিটিআই)
সোনালি শুরু... একরাশ কচিকাঁচারা জমায়েত হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে। তাঁদের হাতে ঝলমল করছে নতুন বছরের শুভেচ্ছাবার্তা আর বছর শেষের বিদায়ীবার্তা। (ছবি সৌজন্য: পিটিআই)
চুলের ছাঁটেই শুভেচ্ছাবার্তা। এই বছরের অন্যতম নজরকাড়া ছবি কিন্তু এটাই। সান্তাক্লজ সেজে এক নাপিত তাঁর ক্রেতার চুল নিপুণভাবে কেটে সেখানে ফুটিয়ে তুলছেন নতুন বছরের সংখ্যা। (ছবি সৌজন্য: পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -