Nipah Virus: কোভিডের থেকেও বেশি মৃত্যুহার! উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস
ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আরও আশঙ্কার কথা শোনাল আইসিএমআর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহাল জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের করোনায় আক্রান্তদের থেকে অনেক বেশি।
সাংবাদিক বৈঠকে আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, কোভিডের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭০ শতাংশ বেশি।
কেরলে ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। হিসেব বলছে ২০১৮ র পর এই নিয়ে ৪ বার নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল এই রাজ্যে।
দক্ষিণের রাজ্যে এর প্রকোপে প্রাণ গিয়েছে ২ জনের। তারপরই প্রশাসন সেই দুই ব্যক্তির সংস্পর্শে আসা সব মানুষকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।
এরই মধ্যে Indian Council of Medical Research (ICMR) এর তরফে রাজ্যে পাঠানো হয়েছে বিশেষ অ্যান্টিবডি monoclonal antibody ।
সেই রাজ্যের অনুরোধে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়তে এই অ্যান্টিবডি পাঠিয়েছে আইসিএমআর। যদিও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায়নি এখনও।
কেরল সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -