Nipah Virus: কোভিডের থেকেও বেশি মৃত্যুহার! উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা, কোভিডকালের মতো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে একের পর এক কনটেনমেন্ট জোন
ফাইল ছবি
1/8
ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আরও আশঙ্কার কথা শোনাল আইসিএমআর।
2/8
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহাল জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের করোনায় আক্রান্তদের থেকে অনেক বেশি।
3/8
সাংবাদিক বৈঠকে আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, কোভিডের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭০ শতাংশ বেশি।
4/8
কেরলে ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। হিসেব বলছে ২০১৮ র পর এই নিয়ে ৪ বার নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল এই রাজ্যে।
5/8
দক্ষিণের রাজ্যে এর প্রকোপে প্রাণ গিয়েছে ২ জনের। তারপরই প্রশাসন সেই দুই ব্যক্তির সংস্পর্শে আসা সব মানুষকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।
6/8
এরই মধ্যে Indian Council of Medical Research (ICMR) এর তরফে রাজ্যে পাঠানো হয়েছে বিশেষ অ্যান্টিবডি monoclonal antibody ।
7/8
সেই রাজ্যের অনুরোধে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়তে এই অ্যান্টিবডি পাঠিয়েছে আইসিএমআর। যদিও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায়নি এখনও।
8/8
কেরল সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
Published at : 16 Sep 2023 12:01 AM (IST)