Nita Ambani: শাহজাহানের বাহুভূষণে নজরকাড়া উপস্থিতি, মুঘল যুগের গয়নায় নিজেকে সাজালেন নীতা
পরনে যা-ই থাকুক না কেন, গয়না পছন্দ নিয়ে কথা হবে না। পারিবারিক অনুষ্ঠান হোক সামাজিক উদযাপন, জমকালো গয়নায় বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি। -ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে হিরে-পান্না মিলিয়ে ৫০০ কোটি টাকা মূল্যের গয়না পরেছিলেন তিনি। -ফাইল চিত্র।
তাই যে কোনও অনুষ্ঠানে নীতা আম্বানি থাকা মানেই বাড়তি জৌলুস। সম্প্রতি সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠানেও গয়নার দৌলতে নজর কাড়লেন তিনি। -ফাইল চিত্র।
মিস ওয়র্ল্ড ২০২৪ প্রতিযোগিতার মঞ্চে পুরস্কৃত হয়েছেন নীতা। সমাজসেবামূলক কাজের জন্য সম্মানিত হয়েছেন। কালো বেনারসি শাড়ি, ভারী দুল, এবং হাতের বালায় রুচির ছোঁয়া ছিল নীতার সাজগোজে। -ফাইল চিত্র।
কিন্তু সবেচেয়ে বেশি নজর কেড়েছে, কনুইয়ের উপরে পরিহিত ‘কলগী’ বাহুভূষণটি। সেটি মুঘল আমলের গয়না। সোনার উপর হিরে, চুণী, পদ্মরাগমণি খচিত। -ফাইল চিত্র।
পাগড়িতে এই ‘কলগী’ পরার চল ছিল সেই সময়। যে ‘কলগী’ বাহুভূষণ হিসেবে ধারণ করেন নীতা, সেটি ছিল মুঘল সম্রাট শাহজাহানের। -ফাইল চিত্র।
২০১৯ সালে শাহজাহানের ওই ‘কলগী’ নিলামে বিক্রি হয়।সপ্তদশ শতকে সেটি তৈরি করা হয় বলে অনুমান। গয়নার উপর ‘১২/শাহজাহান ইবন জাহাঙ্গির শাহ/১০৪৯’ খোদাই করা রয়েছে।
আজকের দিনে শাহজাহানের ওই ‘কলগী’র দাম প্রায় ২০০ কোটি টাকা। মণীশ মালহোত্র শাড়ির সঙ্গে সেটি পরেন নীতা। ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ ওই গহনাকে বিশেষ গুরুত্ব দেন নীতা। -ফাইল চিত্র।
শাহজাহানের ওই ‘কলগী’ কী করে নীতার কাছে পৌঁছল, তা স্পষ্ট নয়। তবে দেশের ধনীতম ব্যক্তির স্ত্রীর কাছে এমন দুর্মূল্য গয়না থাকা অসম্ভব নয় মোটেই। -ফাইল চিত্র।
তবে নীতা যে শাহজাহানের গয়নাই বেছে নেন বিশেষ দিনে, তাতে তাঁর পছন্দের তারিফ করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। -ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -