North Bengal Rainfall Warning: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস IMD-র
২৯ মে থেকে ৩১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একটি অথবা দুটি জায়গায়। (ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার একটি অথবা দুটি জায়গায়।
পয়লা জুন থেকে ২ জুন হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার একটি কিংবা দুটি জায়গায়। সেখানেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের ফসল ও বাগানে থাকা গাছপালার।
প্রয়োজন যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তাই খোঁজখবর নিয়েই রাস্তায় বের হতে বলা হয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপটেড পেতে ব্যবহার করতে বলা হয়েছে মৌসম দর্পণ অ্যাপ।
ইতিমধ্যে প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঁচা বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। কৃষকদের এই সময়ে সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের কিছু জায়গায় প্রবল বৃষ্টির ফলে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে তিস্তা, জলঢাকা, সংকোষ ও তোর্সা নদীর।
প্রবল বৃষ্টি ও ভূমি ধসের ফলে গাছপালা ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেছে প্রশাসন।
পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -