Menstrual Leave: মহিলা কর্মীদের জন্য মাসে ১ দিনের সবেতন ঋতুকালীন ছুটির ঘোষণা ওড়িশা সরকারের
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সুখবর ওড়িশার নানা অফিসে কর্মরত মহিলাদের জন্য। তাঁদের জন্য বিশেষ ঘোষণা করা হল সরকারের পক্ষে। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার ওড়িশার উপ মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা ঘোষণা করেন যে রাজ্য সরকারি ও বেসরকারি দফতরে কর্মরত সমস্ত মহিলা কর্মীরা একদিনের সবেতন ঋতুকালীন ছুটি পাবেন। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
ওড়িশার মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রীও প্রভাতী পারিদা। কটকে এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের পরই বিশেষ ঘোষণা করেন তিনি। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
ওড়িশার উপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই ছুটি যে কোনও মহিলা ঋতুকালীন অবস্থায় চক্র শুরু হওয়ার প্রথম অথবা দ্বিতীয় দিনে নিতে পারবেন। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
এর আগে এই বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছিল কেরল ও বিহারেও। সেই হিসেবে তালিকায় তৃতীয় স্থানে ওড়িশা। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
যদিও মাসিক এই ছুটি গোটা দেশে চালু হওয়ার এখনই কোনও সম্ভাবনা নেই কারণ কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী ২৬ জুলাই জানিয়েছিলেন যে বর্তমানে এমন কোনও প্রস্তাব নেই৷ ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত 'ইউনাইটেড নেশনস সিভিল কনফারেন্স ২০২৪'-এ ওড়িশার এক মহিলা সবেতন ঋতুকালীন ছুটির পক্ষে কথা বলেন। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
ওড়িশার সমাজকর্মী রঞ্জিতা প্রিয়দর্শিনীও ওই আন্তর্জাতিক কনফারেন্সে ঋতুচক্রের সময় মহিলাদের বেতন সমেত ছুটির পক্ষে আওয়াজ তোলেন। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
তাঁর বক্তব্য ছিল, বিশ্বজুড়ে প্রত্যেক মহিলা ঋতুকালীন সময়ে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ও কষ্টের মধ্যে দিয়ে যায়। সেই অবস্থায় তাঁদের কর্মক্ষেত্রে সবেতন ছুটির দাবি ওঠে। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা, জোম্যাটো ২০২০ সালে মহিলাদের সবেতন ঋতুকালীন ছুটির ঘোষণা করেন, বছরে সর্বাধিক ১০টি। ছবি: পিক্স্যাবে/পেক্সেলস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -