Janmashtami: জন্মাষ্টমীর উৎসবে মাতোয়ারা লন্ডন, হাইকমিশনার দিলেন সম্প্রীতির বার্তা
সনাতন ধর্মে জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। হিন্দু পঞ্জিকা মতে, প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। ভারতের পাশাপাশি লন্ডনও উদযাপনে মুখর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাউথহলে শ্রী রাম মন্দির আয়োজিত বার্ষিক জন্মাষ্টমী শোভাযাত্রায় উপস্থিত হাজার হাজার মানুষ।
রঙিন সাজে সেজে উঠছে লন্ডনের পথ। দেবতাসমারোহে সুসজ্জিত রথ নিয়েই উৎসবে মুখর প্রবাসীরা।
এই শোভাযাত্রার সূচনা করেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এই অনুষ্ঠানের সংগঠক এবং অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। এলিং সাউথহল সংসদের সদস্য বীরেন্দ্র শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষ্ণের আবির্ভাব মাসে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিষ্ণুর নবম অবতার। দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু। সেই পূণ্য তিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী ৷ এবার বিদেশেও সেই উৎসব যাপন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -