​Operation Dost: 'বন্ধু' ভারত, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে বিমানবোঝাই ত্রাণ, সাহায্য উদ্ধারেও

Turkey Earthquake: ইতিমধ্যেই ৬টি বিমান পৌঁছেছে তুরস্কে। সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতালও।

নিজস্ব চিত্র

1/10
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। তাদের মধ্যে রয়েছে ভারতও। উদ্ধারকাজের জন্য ভারত সরকার চালু করেছে Operation Dost. তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। ছবি: ANI
2/10
উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও রয়েছে তালিকায়। এখনও পর্যন্ত ৬টি বিমান গিয়েছে তুরস্ক-সিরিয়ায়। ছবি: ANI
3/10
প্রথমবার রিখটার স্কেলে ৭.৮। তারপর ৭.৬ ও তৃতীয়বার ৬.০। পরপর তিনটি ছোবল দিয়েছে দিয়েছে ভূমিকম্প। তুরস্ক যে ভূমিকম্পের প্রাণঘাতী আক্রমণের জেরে কার্যত পরিণত হয়েছে মৃত্যুনগরীতে। শুধু তুরস্কই নয়, প্রভাব পড়েছে সিরিয়াতেও।
4/10
একাধিক আফটার-শক হয়েছে তুরস্কতে। বারবার ভূমিকম্পের কারণে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
5/10
তুরস্কের নুরদাগিতে উদ্ধারকাজে হাত লাগিয়েছে NDRF.রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।
6/10
গাজিয়ানতেপে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে NDRF-এর দল। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। ছবি দিয়ে ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
7/10
তুরস্কে ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য পদক্ষেপ ভারতীয় সেনার। তুরস্কের Hatay-তে ফিল্ড হাসপাতাল তৈরি সেনার। চলছে চিকিৎসা। ছবি: ANI
8/10
৩০ শয্যার হাসপাতাল তৈরি করা হয়েছে। একাধিক উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে সেখানে। রয়েছে অপারেশন থিয়েটার, এক্স রে মেশিন, ভেন্টিলেটর। ছবি: বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির ট্যুইটার অ্যাকাউন্ট
9/10
ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর দেশটিকে তহবিল দেওয়ার জন্য তুরস্ক ভারতকে "দোস্ত" বলে অভিহিত করেছে। ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "প্রয়োজনে একজন বন্ধুই যখন বিপদে পাশে দাঁড়ায় সেই-ই প্রকৃতপক্ষে বন্ধু।" উল্লেখ্য, "দোস্ত" তুর্কি এবং হিন্দিতে একটি বহুল ব্যবহৃত শব্দ। ছবি: PTI
10/10
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা। Sand Artist সুদর্শন পট্টনায়েক তৈরি করেছেন এই শিল্পকর্মটি। সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার বার্তাও দিয়েছেন তিনি। ছবি: PTI
Sponsored Links by Taboola