Operation Kaveri: অশান্ত সুদান থেকে উড়ল আরও ১ বিমান, সওয়ার ১৩৫ ভারতীয়, চলবে উদ্ধারকাজ

Sudan Crisis:সুদানে অশান্তি শুরু হতেই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Continues below advertisement
Sudan Crisis:সুদানে অশান্তি শুরু হতেই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিজস্ব চিত্র

Continues below advertisement
1/10
অশান্ত সুদান। গৃহযুদ্ধে ছাড়খাড়। সেখানেই কাজের প্রয়োজনে থাকতেন বহু ভারতীয়। সুদানে অশান্তি শুরু হতেই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
অশান্ত সুদান। গৃহযুদ্ধে ছাড়খাড়। সেখানেই কাজের প্রয়োজনে থাকতেন বহু ভারতীয়। সুদানে অশান্তি শুরু হতেই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
2/10
ধাপে ধাপে ফিরিয়ে আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। বুধবার সকাল পর্যন্ত ৩ ব্যাচে আটকে পড়া ভারতীয়দের আনা হয়েছে।
3/10
এই উদ্ধারকাজের নাম দেওয়া হয়েছে অপারেশন কাবেরী। বিমানের মাধ্যমে সুদান থেকে উড়িয়ে আনা হচ্ছে ভারতীয়দের।
4/10
বুধবার সকালে পোর্ট সুদান থেকে সৌদি আরবের জেড্ডাতে এসে পৌঁছেছে অপারেশন কাবেরীর তৃতীয় ব্যাচ। IAF C-130J বিমানে ১৩৫ জন ভারতীয়কে এনে পৌঁছে দেওয়া হয়েছে।
5/10
সুদান থেকে উদ্ধার করা ভারতীয়দের সৌদি আরব থেকে ভারতে ফেরানোর ব্যবস্থা চালু করেছে ভারত সরকার।
Continues below advertisement
6/10
মঙ্গলবার অপারেশন কাবেবীর- মাধ্যমে সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল। INS Sumedha পোর্ট সুদান থেকে জেড্ডা এসেছিল ২৭৮ জন ভারতীয়কে নিয়ে।
7/10
যতক্ষণ না পর্যন্ত সুদানে আটকে পড়া সব ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে, ততক্ষণ কাজ চলবে বলে জানিয়েছে ভারত সরকার। সুদানে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার ভারতীয় রয়েছেন বলে সূত্রের খবর।
8/10
সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে ছাড়খাড় সুদান। সে দেশের কর্তৃত্ব নিয়ে লড়াই চলছে দেশের সেনা এবং দেশেরই অন্য়তম এলিট আধাসামরিক বাহিনী RSF-এর মধ্য়ে।
9/10
সুদানে সামরিক শাসন চলছে। সামরি প্রধানদের যে কাউন্সিল এই শাসন চালাচ্ছে, তাদের দুই মূল নেতার মধ্যে বিরোধ থেকে এমন দ্বন্দ্বের সূত্রপাত। ইতিমধ্যেই একাধিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষও।
10/10
নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। লড়াইয়ের মাঝে পড়়ে এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে। ফলে এখন সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোই পাখির চোখ ভারত সরকারের।
Sponsored Links by Taboola