"একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে এই সন্ত্রাসবাদ, কোনওরকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত": প্রধানমন্ত্রী
রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে আর কী কী বললেন প্রধানমন্ত্রী। দেখে নেওয়া যাক।
রক্ত ও জল, একসঙ্গে বইবে না, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী
1/11
অপারেশন সিঁদুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা। রাত ৮টায় জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বললেন, জঙ্গি হামলা হলে কড়া প্রত্যাঘাতের পথে যাবে ভারত। দেখে নেওয়া যাক আর কী কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/11
"আমরা পাকিস্তানের জঙ্গি ও সেনাঘাঁটির উপর আমাদের প্রত্যাঘাত শুধুমাত্র স্থগিত করেছি। আগামীদিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মাপা হবে, তাদের প্রবণতায় নজর রাখা হবে।"
3/11
"ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে, তার কড়া জবাব দেওয়া হবে। আমাদের নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দেবই। সেসব জায়গায় গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যেখান থেকে আতঙ্কের ডালপালা ছড়ায়।"
4/11
"ভারতের আক্রমণাত্মক প্রত্যাঘাতের পরে বাঁচার রাস্তা খুঁজছিল পাকিস্তান। গোটা বিশ্বের কাছে কাকুতি-মিনতি করছিল। ১০ মে দুপুরে পাক সেনা আমাদের DGMO-র সঙ্গে যোগাযোগ করে।"
5/11
"যখন পাকিস্তানের তরফ থেকে আর্জি জানানো হয়, বলা হয়, আর কখনও সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের তরফ থেকে হবে না, তাদের সেনারা দুঃসাহস দেখাবে না, তখন ভারত বিচার-বিবেচনা করে"
6/11
"কোনওরকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পিছনে থেকে আস্ফালন করা কোনও জঙ্গিঘাঁটিতে ভারত সঠিক ও নির্ণায়ক প্রত্যাঘাত করবে।"
7/11
"অপারেশন সিঁদুরের সময় গোটা পৃথিবী পাকিস্তানের ঘৃণ্য সত্য আবার দেখে ফেলেছে। জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি সেনার অফিসারেরা হাজির ছিলেন। রাষ্ট্র কর্তৃক সৃষ্ট সন্ত্রাসের বড় প্রমাণ এটি।"
8/11
"ভারত নিজেকে ও নিজেদের নাগরিকদের যে কোনও বিপদ থেকে বাঁচাতে লাগাতার নির্ণায়ক পদক্ষেপ নেবে। যুদ্ধের ময়দানে পাকিস্তানকে বারবার ধূলিসাৎ করা হয়েছে। অপারেশন সিঁদুর এবার তাতে নতুন মাত্রা যোগ করেছে।"
9/11
"যে কোনও রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একতা আমাদের সবথেকে বড় শক্তি। নিশ্চিত যে এই যুগ যুদ্ধের নয়, এটাও সত্যি যে এই যুগ সন্ত্রাসবাদেরও নয়। সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স ভারতের। আরও ভাল দুনিয়ার গ্যারান্টি।"
10/11
"পাকিস্তানি সেনা ও পাকিস্তানি সরকার যেভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, তাতে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে এই সন্ত্রাসবাদ। বাঁচতে চাইলে পাকিস্তানকে জঙ্গি পরিকাঠামোর নাশ করতেই হবে।"
11/11
"টেরর ও টক, একসঙ্গে হবে না। টেরর ও ট্রেড একসঙ্গে চলবে না। রক্ত ও জল, একসঙ্গে বইবে না। পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর (POK) নিয়েই হবে।"
Published at : 12 May 2025 10:36 PM (IST)