Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?

Turkey, Syria Earth Quake : ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে।

Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?

1/9
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত।এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা।
2/9
ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে।
3/9
ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
4/9
কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই।
5/9
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন।
6/9
আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে।
7/9
৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া।
8/9
পরপর ৩টি ভূমিকম্প ও ৫০টি আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল।
9/9
সঙ্কটের এই মুহূর্তে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। তুরস্ক যাচ্ছে NDRF-এর দুটি উদ্ধাকারী টিম, সঙ্গে ডগ স্কোয়াড। প্রচুর ওষুধ ও খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে ভারত থেকে।
Sponsored Links by Taboola