Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?
![Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে? Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/f3cde1714b1a6bfe7c3bd1419b8baf6ae7c50.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শুরু হয়েছে বৃষ্টি ও প্রবল তুষারপাত।এর মধ্যেই চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে সেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে? Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/bc7c656ca220eb476657ece858043bba23b74.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ধ্বংসস্তূপের মধ্যে থেকে কাউকে ২১ ঘণ্টা, কাউকে ১৪-১৫ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে।
![Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে? Turkey, Syria Earth Quake : প্রবল তুষারপাত, বৃষ্টি, চাপা পড়া সারি সারি দেহ, মৃতের সংখ্যা গোনা কোথায় থামবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/2fc8236a05d758427ac5b8cc2c12747ae5bc5.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ভেঙে পড়া ঘরবাড়ি থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন অনেকেই। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক ও সিরিয়ার ছবিটা এমনই।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন।
আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে।
৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে এই ভূমিকম্পে। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া।
পরপর ৩টি ভূমিকম্প ও ৫০টি আফটার শকে দুটি দেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল।
সঙ্কটের এই মুহূর্তে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। তুরস্ক যাচ্ছে NDRF-এর দুটি উদ্ধাকারী টিম, সঙ্গে ডগ স্কোয়াড। প্রচুর ওষুধ ও খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে ভারত থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -