Fuel Price Reduced: ভোটের আগে জ্বালানির দাম কমাল কেন্দ্র, আপনার শহরে পেট্রোল-ডিজেল কত মহার্ঘ, জানুন
Petrol-Diesel Price: ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10
লোকসভা নির্বাচনের আগে জ্বালানির দামে স্বস্তি। প্রতি লিটারে ২ টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম কমাল কেন্দ্র। দেশের সর্বত্র দাম কমল পেট্রোল এবং ডিজেলের। ছবি: পিক্সাবে।
2/10
বৃহস্পতিবার জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরি। সোশ্যাল মিডিয়ায় জ্বালানির দাম কমানোর কথা জানান তিনি। ছবি: পিক্সাবে।
3/10
সোশ্যাল মিডিয়ায় হরদীপ লেখেন, ‘পেট্রল এবং ডিজেলের দাম কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও প্রমাণ করে দিলেন যে, কোটি কোটি ভারতীয়দের কল্যাণই ওঁর লক্ষ্য’। ছবি: পিক্সাবে।
4/10
শুক্রবার সকাল ৬টা থেকে নয়া দামে জ্বালানি কেনা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। দাম কমানোর পর দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম কমে ৯৬.৭২ থেকে কমে ৯৪.৭২ টাকা হল। কলকাতায় দাম ১০৬.৩ টাকা থেকে কমে ১০৩.৯৪ টাকা হল। ছবি: পিক্সাবে।
5/10
চেন্নাইয়ে এই মুহূর্তে পেট্রোলের দাম কমে হল ১০২.৬৩ থেকে ১০০.৭৫ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম কমে ১০৬.৩১ থেকে ১০৪.২১ টাকা হল। ছবি: পিক্সাবে।
6/10
একই ভাবে দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম কমে৮৯.৬২ থেকে ৮৭. ৬২ টাকা হল। মুম্বইয়ে ডিজেল কমে হল ৯৪.২৭ থেকে ৯২.১৫ টাকা। ছবি: পিক্সাবে।
7/10
কলকাতায় ডিজেলের দাম কমে ৯২.৭৬ টাকা থেকে ৯০.৭৬ টাকা হল। চেন্নাইয়ে ডিজেলের দাম কমে ৯৪.২৪ থেকে ৯২.৩৪ টাকা হল দাম পাল্টানোর পর। ছবি: পিক্সাবে।
8/10
কেন্দ্র জানিয়েছে, জ্বালানির দাম কমানোয় দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। আরও হাত খুলে খরচ করতে পারবেন গ্রাহকরা। ভারী মালবহনের ৫৮ লক্ষ গাড়ি চালাতে সুবিধা হবে। ৬ কোটি গাড়ি এবং ২৭ কোটি দু’চাকার মালিকরা উপকৃত হবেন। ছবি: পিক্সাবে।
9/10
আন্তর্জাতিক বাজারে লাগাতার তেলের দামে পতন ঘটলেও, ভারতে কেন দাম কমানো হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। রাশিয়ার থেকে সস্তায় তেল কিনেও কেন সাধারণ মানুষকে মুক্তি দেওয়া হচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা। ছবি: পিক্সাবে।
10/10
সেই আবহেই লোকসভা নির্বাচনের ঠিক আগে জ্বালানির দাম কমাল কেন্দ্র। ভোটবাক্সে এর কতটা প্রভাব পড়বে, তা জানা যাবে আগামী দিনে। ছবি: পিক্সাবে।
Published at : 14 Mar 2024 09:48 PM (IST)