Typhoon Rai: উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, বিধ্বংসী টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্স
টাইফুন রাই-এর জেরে বিপর্যস্ত পরিস্থিতি ফিলিপিন্সের। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় প্রায় ১৯৫ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গিয়েছে। গত কয়েক বছরে এই রকম ঝড় হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
ঝড়ের জেরে ফিলিপিন্সের একাধিক জায়গা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি তার ছিড়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন।
প্রশাসন সূত্রে খবর, মোট ২২৭ শহর বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্র ২১টি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানবন্দরও।
প্রাথমিকভাবে রাজ্যপাল আর্থুর ইয়াপ জানান, বিধ্বংসী ঝড়ের জেরে ১০ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। বিভিন্ন প্রদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে মেয়ররা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না।
প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ মানুষকে উদ্ধার করা সহ খাবারের প্যাকেট, পানীয় জলের জন্য যতটা প্রয়োজন টাকা খরচ করতে হবে।
সেনা বাহিনীর সঙ্গে বিমানে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। আর্থুর ইয়াপ বলেন, “দুর্যোগের ছবি বিভিন্ন জায়গায় স্পষ্ট।’’
বৃহস্পতিবার, শুক্রবার আছড়ে পড়ে এই ঝড়। চার এলাকার কী পরিস্থিতি তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, প্রায় ৭ লক্ষ ৮০ হাজার মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রায় ৩ লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন।
ফিলিপিন্সের বোহোল প্রদেশেও মারাত্মক প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। ঝড়-বৃ্ষ্টির জেরে মাথার উপরের ছাদটুকুই হারিয়েছেন অনেকেই। তাঁদের উদ্ধার করছেন উপকূলরক্ষী বাহিনী।
এর আগে ২০১৩ সালের নভেম্বর মাসে এরকমই বিধ্বংসী ঝড়ে সম্মুখীন হয়েছিলেন ফিলিপিন্সের বাসিন্দারা। তার জেরে ৬ হাজার ৩০০ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। (সব ছবি সৌজন্যে- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -