ভোল পালটে ফেলেছে হৃষীকেশ রেল স্টেশন, দেখুন ছবি
হৃষীকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে তৈরি হবে মোট ১২টি রেল স্টেশন। এগুলি হল- বীরভদ্র, হৃষীকেশ, শিবপুরী, ব্যাস, দেবপ্রয়াগ, শ্রীনগর, মলেথা, ধারী দেবী, ঘোলতীর, গৌচর ও কর্ণপ্রয়াগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর আশা, ২০২৪-২৫-এর মধ্যে কর্ণপ্রয়াগে রেল লাইন পৌঁছে যাবে। এই প্রকল্পের ৮০ শতাংশই যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে।
তিনি জানিয়েছেন, হৃষীকেশ পর্যন্ত ট্রেন চলাচল শীঘ্রই শুরু হবে। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ লাইনে দ্রুত চলছে কাজ।
ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত হৃষীকেশ স্টেশনের ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে।
পীযূষ লিখেছেন, ১২৫ কিলোমিটার হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল পরিযোজনার আওতায় নতুন করে তৈরি হল যোগ নগরী হৃষীকেশ রেল স্টেশন।
উত্তরাখণ্ডের হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ চলছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত শেয়ার করেছেন হৃষীকেশ স্টেশনের প্রথম ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -