PM Modi: আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির, উদ্বোধন মোদির হাতে
আবু ধাবিতে তৈরি হয়েছে সেখানকার প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে ওই মন্দিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার আবু ধাবিতে নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha সংক্ষেপে BAPS হিন্দু মন্দির।
উদ্বোধনের আগে মন্দির চত্বরে থাকা ভার্চুয়াল গঙ্গা এবং ভার্চুয়াল যমুনা নদীতে জল অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরে মন্দিরে ঢুকে প্রার্থনা করেন।
এই মন্দির সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক বলে জানিয়েছিলেন মোদি। সফরের আগেই তিনি বলেছিলেন, এই মন্দির ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি- দুই দেশই সম্প্রীতি, শান্তি ও সহ্য়শক্তির ধারক ও বাহক- তারই প্রতীক এই মন্দির।
আবু ধাবিতে ২৭ একর জমির উপর গড়ে উঠেছে এই মন্দির। গোলাপি রঙের বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে এটিই সবচেয়ে বড় মন্দির। সংযুক্ত আরব আমিরশাহিতে প্রায় ৩৬ লক্ষ ভারতীয় শ্রমিক কাজ করেন।
এদিন এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তি। ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিক, বলিউড তারকা থেকে ভারতীয় শিল্পপতি, আবু ধাবির প্রশাসনিক কর্তারাও ছিলেন এই অনুষ্ঠানে।
UAE-এর প্রাক্তন ভারতীয় কূটনীতিক নভদীপ সুরি এএনআইকে জানিয়েছেন, ২০১৫ সালে মোদি প্রথমবার UAE-তে গিয়েছিলেন, তখনই তিনি আবু ধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদকে জানিয়েছিলেন মন্দিরের জন্য কোনও জমি দেওয়া যায় কিনা।
মন্দির উদ্বোধনের জন্য় হাজির হয়েছিলেন সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন। মন্দির উদ্বোধন নিয়ে তিনি আনন্দিত বলে জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -