Jaya Bachchan Assets: পঞ্চমবার রাজ্যসভায় যাচ্ছেন জয়া, মোট সম্পত্তির খতিয়ান দিলেন অমিতাভ-ঘরণী
পঞ্চম বারের জন্য রাজ্যসভার সাংসদ হতে চলেছেন জয়া বচ্চন। ২০২৪ সালের রাজ্যসভা নির্বাচনের জন্য ফের তাঁকে মনোনীত করেছে সমাজবাদী পার্টি। মঙ্গলবারই সেই মর্মে মনোনয়পত্র জমা দিয়েছেন জয়া। ছবি: পিটিআই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত জয়া ৭৫ বছর বয়সে আবারও রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। ২০০৪ সাল থেকে সেখানে পদে রয়েছেন তিনি। রাজ্যসভার অন্যতম হাই প্রোফাইল সদস্যা জয়া। ছবি: পিটিআই।
ছোট বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত জয়া। অমিতাভ বচ্চনের ঘরণী তিনি। স্বামীর সঙ্গে তাঁর যৌথ সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা বলে হলফনামায় জানিয়েছেন জয়া। ছবি: পিটিআই।
নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিয়েছেন জয়া। তাতে ২০২২-’২৩ অর্থবর্ষের সম্পত্তির যে খতিয়ান দিয়েছেন জয়া, তাতে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৩ লক্ষ ৫৬ হাজার ১৯০ টাকা বলে দেখিয়েছেন জয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
স্বামী অমিতাভের মোট সম্পত্তির পরিমাণ ২৩৭ কোটি ৭৪ লক্ষ ৯৬ হাজার ৫৯০ টাকা বলে দেখিয়েছেন জয়া। ২০২২-’২৩ অর্থবর্ষের হিসেব শুধু এই। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
যৌথ ভাবে জয়া এবং অমিতাভের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৪৯. ১১ কোটি টাকা। ৭২৯.৭৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁদের। এই মুহূর্তে জয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি ১১ লক্ষ ৩৩ হাজার ১৭২ টাকা পড়ে রয়েছে। অমিতাভের অ্যাকাউন্টে পড়ে রয়েছে ১২০ কোটি ৪৫ লক্ষ ৬২ হাজার ৮৩ টাকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
নির্বাচনী হলফনামায় জয়া জানিয়েছেন, তাঁর কাছে শুধু গহনাই রয়েছে ৪০ কোটি ৯৭ লক্ষ টাকা মূল্যের। যে একটি গাড়ি রয়েছে, তার দাম ৯ লক্ষ ৮২ হাজার টাকা। ছবি: পিটিআই।
অন্য দিকে, অমিতাভের মোট গহনার মূল্য ৫৪ কোটি ৭৭ লক্ষ টাকা ১৬টি গাড়ি রয়েছে তাঁর, যার মধ্যে রয়েছে মার্সিডিজ, রেঞ্জ রোভার। সব মিলিয়ে দাম ১৭ কোটি ৬৬ লক্ষ। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা, সাংসদ হিসেবে পাওয়া বেতন, পেশাগত পারিশ্রমিকের উল্লেখ করেছেন জয়া। আমিতাভের আয়ের উৎস হিসেবে ভাড়া, ডিভিডেন্ট, ক্যাপিটাল গেন এবং সৌর প্যানেল থেকে প্রাপ্ত অর্থের উল্লেখ রয়েছে। ফাইল চিত্র।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচব। ১৫টি রাজ্যের ৫৬টি আসনে ভোটগ্রহণ হবে। জয়ার পাশাপাশি, রাজ্যসভার জন্য রামজিলাল সুমন এবং অলোকরঞ্জনকেও মনোনীত করেছে সমাজবাদী পার্টি। ছবি: পিটিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -