PM Modi: যোগব্যায়ামের পর সেলফি! শ্রীনগরে যোগ দিবসে কাদের সঙ্গে ছবি তুললেন মোদি?
আন্তর্জাতিক যোগ দিবস শ্রীনগরে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম কাশ্মীর উপত্যকায় মোদি। ১০তম আন্তর্জাতিক যোগ দিবসে সেখানেই যোগব্যায়ামে করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল সাড়ে ছটা থেকে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সব ভেস্তে যায়। হলের ভিতরে হয় অনুষ্ঠান।
পরে বৃষ্টি থেমে গেলে ডাল লেকের পাশে ভিড় জমান সকলে। সেখানে সকলের সঙ্গে সেলফি তোলেন নরেন্দ্র মোদি।
এদিন যোগব্যায়ামের অনুষ্ঠানের জন্য SKICC-এর আশপাশে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। SPG, মার্কোস কম্যান্ডোর জওয়ানরা ছিলেন নিরাপত্তায়।
এদিন মোদিকে সবার সামনে বসে যোগব্যায়াম করতে দেখা যায়। যোগ দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠানে যোগ নিয়ে তাঁর বক্তব্য়ে নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতিটি কোণায় যাঁরা যোগদিবস পালন করছেন তাঁদের শুভেচ্ছা জানান তিনি।
সারা বিশ্বে যোগব্যায়ামের গুরুত্ব ও উপকারিতা প্রচারের জন্যই এই দিনটি তৈরি করা হয়েছিল। মোদি ক্ষমতায় এসেই এই দিন পালন শুরু করেছিলেন। সারা বিশ্বে নানা জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে এবারও।
এদিন মোদি বলেন, 'যোগ দিবসে সারা বিশ্বে যাঁরা এই দিনটি পালন করছেন তাঁদের শুভেচ্ছা জানাই। সারা বিশ্বে যোগব্যায়ামে আগ্রহীদের সংখ্যা বাড়ছে।'
২০১৪ সালে আন্তর্জাতিক যোগ দিবস পালন শুরু হয়েছিল। ইউনাইটেড নেশনসে ভারতের তরফে থেকে দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার আবেদন করা হয়েছিল। ১৭৭টি দেশ এটিকে সমর্থন করেছিল।
যোগব্য়ায়ামের মাধ্যমে অর্থনীতিও লাভবান হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ভারতে হৃষিকেশ, কাশী থেকে কেরল- সর্বত্র যোগব্যায়ামের উপর নির্ভর করে পর্যটন শিল্প গড়ে উঠছে। সারা বিশ্ব থেকে ভারতে যোগব্য়ায়াম শিখতে সবাই আসছেন বলেও জানিয়েছেন তিনি। সব ছবি: PTI, X
- - - - - - - - - Advertisement - - - - - - - - -