PM Modi Kalki Dham temple: বৈদিক আচার অনুষ্ঠান করে কল্কিধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে বহিষ্কৃত আধ্যাত্মিক গুরু
একের পর এক মন্দির উদ্বোধন করছেন নরেন্দ্র মোদি। অযোধ্যায় রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা। আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের সূচনা। এরপরে সম্ভালের কল্কি মন্দির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় কল্কি ধাম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এদিন নানারকম বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এখানেও মোদির সঙ্গে ছিলেন যোগী।
শ্রী কল্কিধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম ছিলেন এদিনের অনুষ্ঠানে। এখানে উল্লেখ্য এই আচার্য প্রমোদ কৃষ্ণমকেই সম্প্রতি ছয় বছরের জন্য কংগ্রেস বহিষ্কার করে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ভাষণ দিতে গিয়ে আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, এখানে লক্ষাধিক ভক্ত উপস্থিত । বিশ্ববাসী কল্কি ধাম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা শোনার জন্য অপেক্ষা করছে। এটি আমাদের দেশ ও 'সনাতন ধর্ম'-এর জন্য একটি গর্বের মুহূর্ত'
গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেদিন রাম লালার অভিষেকেও বসেন তিনি।
এরপর পুজো পাঠের মাধ্যমে রামলালার স্নিগ্ধ মূর্তিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়।
রাম মন্দির উদ্বোধনের আগে বেশ কিছুদিন কঠোর অনুশাসনের মধ্যে নিজেকে রেখেছিলেন প্রধানমন্ত্রী। খেয়েছিলেন শুধু ডাবের জল। শুয়েছিলেন কম্বল পেতে।
কিছুদিন আগেই আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। এটিই এখানকার প্রথম হিন্দু মন্দির। রাজকীয় উদ্বোধন পর্বের পর মন্দিরের গায়ে প্রধানমন্ত্রী লিখে দেন ‘বসুধৈব কুটুম্বকম’।
আবুধাবিতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান অনাবাসী ভারতীয়রা। আবু ধাবিতে এই রাজকীয় মন্দিরের উদ্বোধনে হাজির ছিলেন বলিউড তারকারা। অক্ষয় কুমার, বিবেক ওবেরয়ের উপস্থিতিতে হয় উদ্বোধন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -