PM Modi: কেমন চলছে নতুন সংসদ ভবনের কাজ? সারপ্রাইজ ভিজিট মোদির
বৃহস্পতিবার বিকেলে আচমকা নির্মীয়মাণ নতুন সংসদ ভবন পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সারপ্রাইজ ভিজিটের ফলে হতবাক হয়ে যান সেখানে কর্মরত মানুষরা। নির্মাণকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা গেল তাঁকে।
চারিদিকে ঘুরে ফিরে এক ঘণ্টার বেশি সময় ধরে সংসদের দুটি কক্ষের কাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সংসদের দুই কক্ষের কাজ খতিয়ে দেখলেন তিনি।
এই প্রথম তাঁকে এভাবে নির্মাণকাজ দেখতে আসতে দেখা গেল তা অবশ্য নয়। ২০২১ সালের সেপ্টেম্বরেও মোদি এখানে এসেছিলেন কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে।
প্রসঙ্গত, এই নতুন ভবন চত্বরের আয়তন ৬৪ হাজার ৫০০ বর্গমিটার। ২০ হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরই অংশ এটি। নতুন সংসদ ভবন নির্মাণে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা।
একেকটি কক্ষে ১২০০ সাংসদের বসার ব্যবস্থা রয়েছে এখানে। ভূমিকম্পেও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা যাতে না থাকে, সেভাবেই বানানো হচ্ছে এটি, এমনটাই খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -