Independenceday2023: 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে', কাদের নিশানা মোদির ?

PM Modi Attacks Rahul: ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে নাম না করেই কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী ?

Continues below advertisement
PM Modi Attacks Rahul:  ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে নাম না করেই কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী ?

'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে', নিশানা মোদির , ছবি সৌজন্যে প্রধামন্ত্রী ট্যুইটার

Continues below advertisement
1/11
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে (Independenceday2023) এদিন মোদির মুখে শোনা যায় দেশে শক্তিশালী সরকার, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়েছে।
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে (Independenceday2023) এদিন মোদির মুখে শোনা যায় 'দেশে শক্তিশালী সরকার, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়েছে।'
2/11
তবে প্রশংসার মাঝেই 'পরিবারবাদ' নিয়ে এদিন তোপ দাগতে দেখা যায় প্রধানমন্ত্রীকে (PM Modi)।
3/11
নাম না করেই এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, 'পরিবারবাদই ধ্বংস করেছে আমাদের দেশকে। কীভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার থাকতে পারে ?' প্রশ্ন প্রধানমন্ত্রীর।
4/11
দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, এদিন নাম না করে কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদির।
5/11
'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক', নিশানা প্রধানমন্ত্রীর।
Continues below advertisement
6/11
দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর।
7/11
তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।
8/11
উল্লেখ্য, আজ ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
9/11
অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দশমবার। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি।
10/11
এরপর পৌঁছন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
11/11
লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।
Sponsored Links by Taboola