PM Modi in China: কাল প্রেসিডেন্ট জিনপিং, পরের দিন পুতিনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির; ৭ বছর পর চিন সফরের লক্ষ্য কী ?
রিপোর্টে বলা হয়েছে, এরপর জুন মাস থেকে চিনের সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষ্যে এগোয় প্রধানমন্ত্রী মোদি সরকার।
Continues below advertisement
চিনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন প্রবাসী ভারতীয়রা
Continues below advertisement
1/10
সাত বছর পর চিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। SCO বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বাৎসরিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
2/10
রবিবার থেকে শুরু হয়ে দুই দিন চলবে এই সম্মেলন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা।
3/10
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০% শুল্ক আরোপ এবং শুল্ক নিয়ে চিনের সঙ্গে আমেরিকার নিজস্ব দ্বন্দ্বের মধ্যে রবিবার প্রধানমন্ত্রী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।
4/10
ভারত-চিন সম্পর্ক কোন খাতে এগোচ্ছে সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। SCO সম্মেলন থেকে কী উঠে আসে সেদিকে নজর থাকবে গোটা বিশ্বের।
5/10
এশিয়ার দুই ক্ষমতাধারী রাষ্ট্রের কাছাকাছি আসাকে একটা মাইলফলক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির সফরকে স্বাগত জানিয়েছে চিন।
Continues below advertisement
6/10
চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চিনের সঙ্গে বাণিজ্য-যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে, ঠিক সেই সময় ভারতের সঙ্গে যোগাযোগ করে চিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে একটি চিঠি পৌঁছায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এমনই দাবি করা হয়েছে ব্লুমবার্গের রিপোর্টে।
7/10
তাদের সূত্র অনুযায়ী, চিনের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে ভারত কতটা আগ্রহী তার পুনর্মূল্যায়নের উদ্দেশে ছিল শি-র চিঠি। যদিও চিঠিটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, চিঠির বার্তা সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
8/10
রিপোর্টে বলা হয়েছে, এরপর জুন মাস থেকে চিনের সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষ্যে এগোয় প্রধানমন্ত্রী মোদি সরকার।
9/10
সফরের আগে জাপান থেকে প্রধানমন্ত্রী মোদি সেখানে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ভারত-চিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং "আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির উপর ইতিবাচক প্রভাব ফেলবে"।
10/10
শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলেও মনে করা হচ্ছে।
Published at : 30 Aug 2025 07:14 PM (IST)