World Leaders Cars: PM Modi থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ! দেখে নিন কী গাড়ি ব্যবহার করেন বিশ্ব নেতারা
Mercedes-Maybach S650 Guard: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় যোগ হয়েছে নতুন এই গাড়ি। SPG-র পরামর্শে এখন Mercedes-Maybach S650 Guard গাড়িতেই বিভিন্ন জায়গায় যাবেন প্রধানমন্ত্রী। গাড়িতে রয়েছে একটি ৬.০ লিটারের টুইন-টার্বো V12 ইঞ্জিন। এই গাড়ি বিস্ফোরণ-রোধী কারের শংসাপত্র পেয়েছে আগেই। গাড়ির মাত্র দু-মিটারের মধ্যে ১৫ কেজি TNT বিস্ফোরণ হলেও যাত্রীরা সুরক্ষিত থাকবেন গাড়িতে।(Image:Instagram/@ mercedesmaybachinindia)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে কাস্টম বিল্ট Jaguar XJ Sentinel ব্যবহার করেন। সুপারচার্জড ৫.০ লিটার V8 ইঞ্জিন রয়েছে গাড়িতে। প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়িগুলো জাগুয়ার এক্সজে-র লম্বা হুইলবেস মডেল।(File Photo/ Getty)
এটি ঝুকভস্কি শহরে MAKS 2021 ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড স্পেস স্যালোঁ খোলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অরাস সেনেট গাড়ির ছবি(Image: File Photo/Getty)
মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন ক্যাডিলাক ওয়ান(Cadillac One)। এটি তাঁর সরকারি গাড়ি। বিশ্বের অন্যতম পরিচিত গাড়িগুলির মধ্যে Cadillac One-কে ধরা হয়। পাশাপাশি বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ির তকমা রয়েছে ক্যাডিল্যাকের কাছে।(File Photo/ Getty)
উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্যের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন ব্যবহার করেন মার্সিডিজ-মেব্যাক এস600 পুলম্যান(Mercedes-Maybach S600 Pullman)। এই গাড়িতে একটি V12 ইঞ্জিন রয়েছে। বুলেটপ্রুফ এই গাড়ির মধ্যে রয়েছে যুদ্ধের একাধিক অস্ত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -