PM on Ambedkar: 'শত শত প্রণাম', অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর
আজ ১৪ এপ্রিল বি আর অম্বেডকরের জন্মদিন। অম্বেডকরের জন্মদিনে ট্যুইট করে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবি আর অম্বেডকরের জন্মদিনে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, বাবাসাহেবকে শত শত প্রণাম। জয় ভীম বলে জানিয়েছেন মোদি।
বাবাসাহেব অম্বেডকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম রামজি সকপল।
১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ে থাকতে শুরু করেন। ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি।
স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি আর অম্বেডকর। পাশাপাশি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন।
১৯৯০ সালে তাঁকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়।
১৯২৮ সালে পুণেতে প্রথম অম্বেডকরের অনুগামী ও একজন সমাজকর্মী জনার্দন সদাশিব রানাপিসে ভীম জয়ন্তী পালন করেন।
তারপর থেকে ভারত প্রতি বছর ১৪ এপ্রিল অম্বেডকরের জয়ন্তী বা ভীম জয়ন্তীকে সরকারি ছুটির দিন হিসাবে স্মরণ করে।
বিশেষ এই দিনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল ও প্রতিযোগিতা, অম্বেডকরের জীবনের উপর ভিত্তি করে নাটক এবং নাট্য রূপান্তর অনুষ্ঠিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -