PM on Ambedkar: 'শত শত প্রণাম', অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর

PM on Ambedkars Birth Day: আজ ১৪ এপ্রিল বি আর অম্বেডকরের জন্মদিন। প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

অম্বেডকরের জন্মদিনে ট্যুইট প্রধানমন্ত্রীর

1/10
আজ ১৪ এপ্রিল বি আর অম্বেডকরের জন্মদিন। অম্বেডকরের জন্মদিনে ট্যুইট করে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
2/10
বি আর অম্বেডকরের জন্মদিনে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, বাবাসাহেবকে শত শত প্রণাম। জয় ভীম বলে জানিয়েছেন মোদি।
3/10
বাবাসাহেব অম্বেডকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তাঁর বাবার নাম রামজি সকপল।
4/10
১৮৯৭ সাল থেকে তাঁরা মুম্বইয়ে থাকতে শুরু করেন। ১৯০৭ সালে ম্যাট্রিক পাশ করে এলফিনস্টোন কলেজে ভর্তি হন। ১৯১২ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
5/10
তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি।
6/10
স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি আর অম্বেডকর। পাশাপাশি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন।
7/10
১৯৯০ সালে তাঁকে মরোণত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়।
8/10
১৯২৮ সালে পুণেতে প্রথম অম্বেডকরের অনুগামী ও একজন সমাজকর্মী জনার্দন সদাশিব রানাপিসে ভীম জয়ন্তী পালন করেন।
9/10
তারপর থেকে ভারত প্রতি বছর ১৪ এপ্রিল অম্বেডকরের জয়ন্তী বা ভীম জয়ন্তীকে সরকারি ছুটির দিন হিসাবে স্মরণ করে।
10/10
বিশেষ এই দিনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল ও প্রতিযোগিতা, অম্বেডকরের জীবনের উপর ভিত্তি করে নাটক এবং নাট্য রূপান্তর অনুষ্ঠিত হয়।
Sponsored Links by Taboola