PM Narendra ModI:গাঁধীজয়ন্তীতে রাজস্থান ও মধ্যপ্রদেশে নানা প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর
আজ গাঁধীজয়ন্তী। সকালের দিকেই নয়াদিল্লির রাজঘাটে 'জাতির জনককে' শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর, দিনভর নানা রাজনৈতিক কর্মসূচি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামনেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে, গাঁধীজয়ন্তীর দিনই গ্বালিয়র পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে এদিনই বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা হয় সেখানে।
পরে ভোটমুখী রাজস্থানেও একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাজস্থানের চিতোরগড়ের সেই অনুষ্ঠানে একাধিক বার্তাও দিতে শোনা যায় তাঁকে।
অনুষ্ঠানের ফাঁকে চিতোরগড়ের মঞ্চে গাঁধীজির ছবিতে মাল্যদান করতে দেখা যায় মোদিকে। এদিন মধ্যপ্রদেশ ও রাজস্থানের কর্মসূচি থেকে বার্তাও দিতে শোনা যায় তাঁকে।
এর মধ্যে গ্বালিয়রের সভা থেকে তীব্র সমালোচনা করেন বিরোধীদের। তাঁর বক্তব্য, দেশে জাতপাতের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে বিরোধী শিবির।
সোমবার বিতর্কিত জাতভিত্তিক সমীক্ষার বিশদ তথ্য প্রকাশ করেছে বিহার সরকার। ঠিক তার পরেই সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।
রাজস্থানের কর্মসূচির মধ্যে চিতোরগড়ের সাঁওয়ারিয়া শেঠ মন্দিরে পুজোও দিতে দেখা যায় তাঁকে।
সোমবার মধ্যপ্রদেশের গ্বালিয়রের সভা থেকে প্রধানমন্ত্রী অবশ্য কোনও সমীক্ষা রিপোর্ট বা কোনও দলের নাম করে কাউকে আক্রমণ করেননি।
শুধু বলেছেন, কোনও নির্দিষ্ট দল বা সমীক্ষার কথা বলেননি তিনি। তবে মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে এদিন বলেন, 'গরিব মানুষের ভাবাবেগ নিয়ে অতীতেও খেলেছেন ওঁরা...এখনও একই ধরনের খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।'
একই সভা থেকে তিনি আরও বলেন, 'অতীতেও জাতের নামে এই দেশে বিভাজন করেছে ওরা, এখনও একই পাপ করছে। আগে ওরা দুর্নীতি করেছে, এখন আরও বেশি দুর্নীতি করছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -