Asian Games 2022: লং জাম্পে রুপো জিতে বিদ্যুৎ বোল্টের সেলিব্রেশন ভারতের অ্যান্সির
এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের যাত্রা চলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের লং জাম্পে সোমবার রুপো জিতলেন ভারতের অ্যান্সি সোজ়ান (Ancy Sojan)।
৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর ব্যক্তিগত সেরা লাফ।
মহিলাদের লং জাম্পের ফাইনালে উঠেছিলেন ভারতের শৈলি সিংহও। তবে সর্বোচ্চ ৬.৪৮ মিটার লাফ মারেন তিনি। পঞ্চম স্থানে শেষ করেন শৈলি।
সোমবার নিজের আগের রেকর্ড দুবার ভেঙেছেন অ্যান্সি। তৃতীয় প্রচেষ্টায় ৬.৫৬ মিটার লাফ মারেন তিনি। যা তাঁর কেরিয়ারের সেরা।
তবে সেরাটা আসতে তখনও বাকি ছিল। পঞ্চম প্রচেষ্টায় ৬.৬৩ মিটার দূরত্ব অতিক্রম করেন অ্যান্সি।
ছাপিয়ে যান আগের রেকর্ডও। তবে চূড়ান্ত তথা ষষ্ঠ লাফে ফাউল করেন অ্যান্সি।
রুপো জেতার পর কিংবদন্তি স্প্রিন্টার ইউসেইন বোল্টের কায়দায় সেলিব্রেশন করতে দেখা যায় অ্য়ান্সিকে।
বোল্টের মতো দুই হাত উঁচিয়ে বিদ্যুতের ভঙ্গি করে সেলিব্রেশন করেন ভারতীয় অ্যাথলিট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
চিনের জ়িয়ং শিকি ৬.৭৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। ৬.৫০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন হং কংয়ের য়ুয়ে গা ইয়ান। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -