PM Modi Diwali:মিষ্টি খাওয়ালেন জওয়ানদের, দীপাবলিতে আর কী করলেন প্রধানমন্ত্রী?
প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। এ বছরও তার ব্যতিক্রম হল না। কার্গিল পৌঁছলেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন।
পরে জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।
ট্যুইটার অ্যাকাউন্টে আরও বেশ কিছু মুহূর্ত ধরা পড়ল, কখনও দেখা গেল সীমান্তের অতন্দ্র প্রহরীদের নিজে হাতে মিষ্টি খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী।
কোথাও সেনাবাহিনীর মহিলা সদস্যদেরও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেল।
কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে।'
তাঁর বক্তব্যে উঠে আসে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথাও।
সোমবার তামাম দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটারে লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন।'
নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন।
২০১৪ সালের দীপাবলিতে সিয়াচেন গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের রাজৌরিও যান এক বছর। কখনও জয়সলমীর, কখনও আবার পাঠানকোট, আলোর উৎসব মানেই সীমান্তের দায়িত্বে থাকা সেনাদের কাছে ছুটে যাবেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -