PM Near Ram Setu:ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই'য়ে পুজো, প্রাণায়ামও করলেন প্রধানমন্ত্রী
রাত পোহালেই অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানে যাওয়ার আগে তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দুদের বিশ্বাস, এখান থেকে রামসেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখানেই লঙ্কেশ্বর রাবণকে হারানোর পণ করেন রামচন্দ্র, এমনও বিশ্বাস বহু মানুষের।(ছবি:PTI)
সেই 'আরিচল মুনাই'-র সৈকতে দাঁড়িয়ে ফুল দিয়ে অর্চনা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রাণায়ামও করলেন তিনি।(ছবি:PTI)
পরে রবিবারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'X'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী। শনিবার, তিরুচিরাপল্লিতে শ্রী রঙ্গনাথাস্বামী মন্দিরে পুজো দিয়েছিলেন। রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরেও পুজো দেন মোদি।(ছবি:PTI)
সোমবারের অনুষ্ঠানে হাজিরার আগে, প্রধানমন্ত্রীর এই সফরগুলি অত্যন্ত গুরুিত্বপূর্ণ। রবিবার 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দিরেও অর্চনা করেন তিনি। ধনুষ্কোডির এই মন্দিরের সঙ্গে বহু হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাস জড়িয়ে রয়েছে। (ছবি:PTI)
তাঁদের ধারণা, এখানে রাবণের ভাই বিভীষণের সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামচন্দ্রের। এখানেই রামের কাছে আশ্রয় চেয়েছিলেন বিভীষণ।(ছবি:PTI)
কারও কারও আবার বিশ্বাস, আজ যেখানে 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দির, সেখানেই বিভীষণের রাজ্যাভিষেক করেন রাম। সবটা মিলিয়ে এই জায়গাটির সঙ্গে রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত।(ছবি:PTI)
অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে রামায়ণের সঙ্গে সম্পর্কিত এই জায়গাগুলিতে প্রধানমন্ত্রীর পরিদর্শন স্বাভাবিক ভাবেই অন্য তাৎপর্য তৈরি করেছে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -