PM Modi: ভারতের দীর্ঘতম...দ্বারকায় সুদর্শন সেতুর উদ্বোধনের পর কী বললেন মোদি?
ভারতের সবচেয়ে দীর্ঘ কেবল-স্টেইড (Longest Cable-Stayed Bridge in India) এবার গুজরাতে। রবিবার দ্বারকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In Gujarat) উদ্বোধন করেছেন এই সেতুর, নাম সুদর্শন সেতু। ওখা থেকে বেত দ্বারকা দ্বীপের সংযোগ করাবে এই সেতু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতুর দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার। গোটা সেতু তৈরি করতে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। উদ্বোধনের পরে এটিই হল ভারতে দীর্ঘতম কেবল স্টেয়েড সেতু।
কী ধরনের সেতু এটি? এটি এমন পদ্ধতিতে তৈরি করা হয়, যেখানে সেতুর ডেকের (Deck) ওজন কোণাকুণি ভাবে টানা তার (Cable)-এর উপর থাকে। এটি একধরনের সাসপেনশন ব্রিজ। ব্রিজের ডেক থেকে টানা একাধিক স্তম্ভে বা টাওয়ারে সংযুক্ত থাকে। উল্টো V-এর মতো দেখতে এই প্যাটার্নগুলি। তারের উপর এই সেতু প্রায় ঝুলন্ত দেখতে লাগে। কলকাতায় ভাগীরথীর উপর থাকা বিদ্য়াসাগর সেতু এমন ধরনেরই সেতু।
চার লেনের এই সেতু, চওড়ায় ২৭.২০ মিটার। সেতুতে দুদিকেই আড়াই মিটার চওড়া ফুটপাত রয়েছে। ভগবদ্গীতার শ্লোক এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবিতে সাজানো রয়েছে এই সেতু।
আগে এটি পরিচিত ছিল সিগনেচার ব্রিজ (Signature Bridge), পরে এটিকে সুদর্শন সেতু হিসেবে নামকরণ করা হয়। Beyt Dwarka- ওখা বিমানবন্দরের কাছে থাকা একটি দ্বীপ। দ্বারকা শহর থেকে এর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এই শহরেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির।
সেতু উদ্বোধন করে তাঁর X হ্য়ান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, 'আজ সুদর্শন সেতু উদ্বোধন করে আমি খুব খুশি। উন্নয়ন ও অগ্রগতির প্রতি আমাদের দায়বদ্ধতার দলিল হিসেবে রয়েছে এই সেতু।
সেতু উদ্বোধনের আগে এদিন দ্বারকাধীশ মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই বিকেলে রাজকোটে গুজরাতের প্রথম AIIMS উদ্বোধন করেছেন মোদি।
রাজকোটের এমস ছাড়াও, মোদি এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের AIIMS. এই পাঁচটি অত্যাধুনিক হাসপাতাল গড়তে কেন্দ্রের খরচ হয়েছে ৬ হাজার কোটি টাকারও বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -