Namo Bharat: আঞ্চলিক সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন, অন্য মুডে প্রধানমন্ত্রী

Narendra Modi: আঞ্চলিক ক্ষেত্রে দ্রুতগতির পরিবহণ ব্যবস্থা চালু করতে Regional Rapid Transist System (RRTS) প্রকল্পের সূচনা করেছে ভারত।

ছবি সৌজন্যে-পিটিআই

1/8
সেমি হাইস্পিড আঞ্চলিক ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/8
দিল্লি-গাজিয়াবাদ-মিরাট রুটে রিজিওনাল র্যান্পিড ট্রানজিট সিস্টেম করিডরের উদ্বোধন হল আজ। উত্তর প্রদেশের সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত ছুটবে এই ট্রেন।
3/8
তবেই শুধু ট্রেন উদ্বোধনই নয়, এদিন একেবারে অন্য মুডে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
4/8
খোশমেজাজে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপচারিতায় ব্যস্ত ছিলেন সহযাত্রীদের সঙ্গে। অত্যাধুনিক ট্রেন নিয়ে যাত্রীদের আশা সম্পর্কেও জানলেন তিনি।
5/8
সেমি-হাইস্পিড ট্রেন RapidX-এর নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এবং পদবীর আদ্যাক্ষর অনুযায়ী ট্রেনের নয়া নাম হয়েছে NaMo Bharat.
6/8
এক শহর থেকে যাতে অন্য শহরে ১৫ মিনিটে পৌঁছে যাওয়া যায়, যাতে ঘোচানো যায় গ্রাম শহরের দূরত্ব, তাই এই উদ্যোগ।
7/8
এই সেমি-হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।
8/8
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সড়কপথে ১৭ কিলোমিটার দূরত্ব পার করতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে। সেমি-হাইস্পিড এই ট্রেনে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
Sponsored Links by Taboola