Namo Bharat: আঞ্চলিক সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন, অন্য মুডে প্রধানমন্ত্রী
সেমি হাইস্পিড আঞ্চলিক ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লি-গাজিয়াবাদ-মিরাট রুটে রিজিওনাল র্যান্পিড ট্রানজিট সিস্টেম করিডরের উদ্বোধন হল আজ। উত্তর প্রদেশের সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত ছুটবে এই ট্রেন।
তবেই শুধু ট্রেন উদ্বোধনই নয়, এদিন একেবারে অন্য মুডে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
খোশমেজাজে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপচারিতায় ব্যস্ত ছিলেন সহযাত্রীদের সঙ্গে। অত্যাধুনিক ট্রেন নিয়ে যাত্রীদের আশা সম্পর্কেও জানলেন তিনি।
সেমি-হাইস্পিড ট্রেন RapidX-এর নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এবং পদবীর আদ্যাক্ষর অনুযায়ী ট্রেনের নয়া নাম হয়েছে NaMo Bharat.
এক শহর থেকে যাতে অন্য শহরে ১৫ মিনিটে পৌঁছে যাওয়া যায়, যাতে ঘোচানো যায় গ্রাম শহরের দূরত্ব, তাই এই উদ্যোগ।
এই সেমি-হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সড়কপথে ১৭ কিলোমিটার দূরত্ব পার করতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে। সেমি-হাইস্পিড এই ট্রেনে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -