Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Modi in Lakshadweep: ‘আনন্দেরই সাগর থেকে’...লাক্ষাদ্বীপে অ্যাডভেঞ্চার মোদির, ধরা দিলেন নানা সাজে
বিদেশ বিভুঁইয়ে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বেড়ানোর আদর্শ জায়গা। পাহাড়, সমুদ্র, জঙ্গল, মরুভূমি, মজুত রয়েছে সব কিছুই। শুধু খুঁজে নিতে হবে। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোমাঞ্চ চাইলে মিলবে রোমাঞ্চ, শান্তি চাইলে মিলবে শান্তি, আর দু’টি একসঙ্গে চাইলে লাক্ষাদ্বীপ যেতে হবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
লাক্ষাদ্বীপ সফরে গিয়ে এমনই উপলব্ধি প্রধানমন্ত্রী মোদির। জানিয়েছেন লাক্ষাদ্বীপে পা রেখে পরম সুখ প্রাপ্তি হয়েছে তাঁর। অদ্ভুত প্রশান্তি পেয়েছেন। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
লাক্ষাদ্বীপ সফরে গিয়ে সেখানে ১ হাজার ১৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তবে কাজ নিয়েই শুধু ব্যস্ত থাকেননি। তার ফাঁকে ঘুরে দেখেছেন চারপাশও। সমুদ্রসৈকতে হাঁটাহাঁটির পাশাপাশি, নীল জলে নেমে স্নরকেলিং-ও করেছেন। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
স্নরকেলিংয়ের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে মোদি লিখেছেন, 'লাক্ষাদ্বীপে থাকাকালীন স্নরকেলিং-এও যাই। দারুণ আনন্দদায়ক অভিজ্ঞতা! জীবনে রোমাঞ্চ খুঁজে বেড়ান যাঁরা, তাঁদের বেড়ানোর তালিকায় অবশ্যই লাক্ষাদ্বীপকে রাখা উচিত'। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
স্নরকেলিংয়ে গিয়ে জলের নীচে যে প্রবাল প্রাচীর, সামুদ্রিক প্রাণীর দেখা পেয়েছেন, সেই সব ছবিও সকলের সামনে তুলে ধরেছেন মোদি। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
মোদি লেখেন, 'লাক্ষাদ্বীপ শুধুমাত্র পাশাপাশি গজিয়ে ওঠা কিছু দ্বীপ নয়, ঐতিহ্যের প্রতীক এবং সেখানকার মানুষের অন্তরাত্মার চিরকালীন সাক্ষী'। লাক্ষাদ্বীপের পর্যটনের উপর বিশেষ করে জোর দিয়েছেন মোদি। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
লাক্ষাদ্বীপ সফরের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, 'আদিম সমুদ্রসৈকত ধরে ভোরের প্রাতর্ভ্রমণে পরম সুখের প্রাপ্তি'। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
লাক্ষাদ্বীপ সফরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মোদি, তাতে কালো কুর্তা এবং কালো শাল গায়ে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বালির উপর আরামকেদারা পেতে কখনও আবার মগ্ন দেখা গিয়েছে চিন্তার সাগরে। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
সোশ্যাল মিডিয়ায় মোদির পোস্ট করা ওই সব ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। মোদির পরনের পোশাকও নজর কেড়েছে সকলের। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -