Mamata Banerjee : মমতা-শরদ সাক্ষাৎ, জাতীয় স্তরে "শক্তিশালী বিকল্প" কি মিলবে ?

ছবি সজৌন্যে- All India Trinamool Congress ট্যুইটার অ্যাকাউন্ট

1/10
আজ মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
2/10
প্রায় ১ ঘণ্টা ধরে এনসিপি প্রধানের সঙ্গে তৃণমূলনেত্রীর বৈঠক চলে
3/10
"বিজেপিকে রুখতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হতে হবে।" মমতার সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দেন শরদ পাওয়ার
4/10
কংগ্রেসই হোক বা যে কোনও দল, যারাই বিজেপির বিরুদ্ধে তারা যদি একসঙ্গে আসতে চায় তাহলে তাদের স্বাগত, বলেন শরদ পাওয়ার
5/10
নিজের বাসভবনে মমতার সঙ্গে বৈঠকের ছবি ট্যুইটও করেন পাওয়ার। ট্যুইটারে পাওয়ার লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার মুম্বইয়ের বাসভবনে দেখা করে আনন্দিত। আমরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি। যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা ও মানুষের উন্নতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা সহমত হয়েছি।
6/10
বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতাও। যে "ফ্যাসিবাদ চলছে", তার বিরুদ্ধে এক শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মমতা।
7/10
এখন ইউপিএ বলে কিছু নেই, কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্য করেন তৃণমূলনেত্রী
8/10
তিনি বলেন, যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত। UPA বলে কিছু নেই ।
9/10
তবে কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী (BJP) জোট সম্ভব নয় বলে শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে মন্তব্য করেন এনসিপি নেতা নবাব মালিক
10/10
এদিনই দুপুর ১ টায় বিদ্বজ্জনেদের সঙ্গেও বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
Sponsored Links by Taboola