First Phase Voting: উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্য়েই ভোট দিলেন বাংলা-অসমের ভোটাররা
বাংলার লালগড়ের চন্দ্রপুরে দেখা যাচ্ছে একটি ভোটকেন্দ্রের বাইরে পুরুষ ও মহিলা ভোটাররা আলাদা আলাদা ভাবে লাইন করে দাঁড়িয়ে আছে। (পিটিআই ছবি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসমের শিবসাগরে একটি ভোটকেন্দ্রের বাইরে দেখা যাচ্ছে প্রচুর ভোটরদের ভিড়। সেখানে করোনাবিধি মেনে নিরাপদ দূরত্বে ভোটাররা দাঁড়িয়েছেন ও ভোটকেন্দ্রে থার্মাল স্ক্য়ানিং-এর ব্য়বস্থা করা হয়েছে।
অসমের ডিব্রুগড় জেলার একটি ছবিতে দেখা যাচ্ছে লাইনে সারিবদ্ধ ভাবে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, ও তাঁদের পরিচয়পত্র দেখাচ্ছেন।
ডিব্রুগড়ের আরও একটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ভোটার ভোটকেন্দ্রের মধ্য়ে দাঁড়িয়ে আছেন। ছবিতে দেখেই বোঝা যাচ্ছে শারীরিক দুর্বলতা সরিয়ে রেখে তিনি এসেছেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। (পিটিআই ছবি)
অসমের নওগাঁ জেলায় একটি ভোটকেন্দ্রে দেখা যাচ্ছে ভোটকর্মীরা করোনাবিধি মেনে ফেসশিল্ড পরে আছেন ও ভোটাররা নিজেদের মধ্য়ে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।
বাংলার বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে আজ দেখা গেল ঝাড়গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে। (এএনআই ছবি)
বাংলার লালগড়ের চন্দ্রপুরে দেখা যাচ্ছে একটি ভোটকেন্দ্রের বাইরে সারিবদ্ধ ভাবে ভোট দেওয়ার জন্য় অপেক্ষা করছেন ভোটররা। (পিটিআই ছবি)
বাংলার ঝাড়গ্রামের একটি ভোটকেন্দ্রে দেখা যাচ্ছে করোনাবিধি মেনে প্রত্য়েককে থার্মাল স্ক্য়ানিং করা হচ্ছে।
ঝাড়গ্রামের শিরষিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহাড়ায় ভোটকেন্দ্রের বাইরে লাইন করে দাঁড়িয়ে আছেন ভোটাররা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -