Jagdeep Dhankhar: রাজ্যপাল পদ থেকে ইস্তফা ধনকড়ের, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল। ছবি: পিটিআই/গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কিসানপুত্র জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করছি। ছবি: পিটিআই/গেটি
রবিবার সন্ধ্যায় বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন ধনকড়। এ যেন বর্তমান- প্রাক্তনের সাক্ষাৎ। ছবি: পিটিআই/গেটি
জগদীপ ধনকড় পেশায় একজন আইনজীবী। আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন ধনকড়। ছবি: পিটিআই/গেটি
আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। ছবি: পিটিআই/গেটি
শনিবার জে পি নাড্ডা জানান, কৃষকের ছেলে জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত।' ছবি: পিটিআই/গেটি
রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়। ছবি: পিটিআই/গেটি
তৃণমূলে দলগত ভাবে ধনকড়ের প্রবল বিরোধিতা করলেও প্রত্যাশিত ভাবেই ধনখড় সমর্থন পেয়েছেন বিরোধী বিজেপির থেকে। রাজ্যের ভঙ্গুর গণতন্ত্র রক্ষায় তিনি জনগণের রাজ্যপাল হিসেবে কাজ করছেন বলে দাবি গেরুয়া শিবিরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -