Severe Earthquakes: ভয়ঙ্কর ভূমিকম্পে কত বার নয়ছয় ভারত?
আজ নেপালের ভূমিকম্পের ধাক্কা ভারতের কয়েকটি জায়গাতেও অনুভূত হয়েছে। বরাতজোরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অতীতে এ দেশের নানা প্রান্তও একাধিক বার ভূকম্পে নয়ছয় হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৪ সালের ২৬ ডিসেম্বর। রিখটার স্কেলে ৯.১-৯.৩ মাত্রার কম্পন। উৎস ইন্দোনেশিয়ার সুমাত্রা। ভারত-সহ ছটি দেশে মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ছাড়িয়ে যায়। (ছবি:প্রতীকী)
২০০৫ সালের ৮ অক্টোবর। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার কম্পন। উৎসস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ। পাকিস্তানের তুলনায় ভারতে ক্ষয়ক্ষতি কম হলেও বিপর্যয়ের সার্বিক ছবি নাড়া দিয়ে যায় আন্তর্জাতিক মহলকে।
১৯৩৪ সালের ১৫ জানুয়ারি। বিহারে ভূমিকম্প। মাউন্ট এভারেস্টের দক্ষিণে উৎসস্থল। নিশ্চিহ্ন নেপালের একাধিক জায়গা। সব মিলিয়ে মৃত ৩০ হাজার।
২৬ জানুয়ারি, ২০০১। দুলে উঠল গুজরাতের কচ্ছ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭. মৃতের সংখ্যা নিদেনপক্ষে ২০ হাজার।
৪ এপ্রিল, ১৯০৫। ভয়ঙ্কর ভূমিকম্প হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায়। ২০ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু।
১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর। তাসের ঘরের মতো ভেঙে পড়ল মহারাষ্ট্রের লাতুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৪। মারা গেলেন ৯ হাজার ৭০০-র বেশি।
১৯৯১ সালের ২০ অক্টোবর। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পনে বিপর্যস্ত উত্তরকাশী। হাজারেরও বেশি মানুষের প্রাণ যায়। সব মিলিয়ে তালিকাটা নেহাত ছোট নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -